তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাইল চিত্র।
কাঁথিতে অভিষেকের জনসভার প্রস্ততি
শনিবার কাঁথিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। বৃহস্পতিবার এই জনসভা নিয়ে কয়েকটি শর্ত দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই শর্ত মেনে অভিষেকের সভার প্রস্তুতি শুরু হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে লোক আনার প্রস্তুতি নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। আজ, শুক্রবার অভিষেকের সভাকে ঘিরে বিভিন্ন প্রস্তুতির দিকে নজর থাকবে।
ইডির এফআইআর খারিজ চেয়ে অনুব্রতের করা মামলার শুনানি হাই কোর্টে
কলকাতা হাই কোর্টে আগেই জামিনের মামলা করেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এ বার ইডির দায়ের করা এফআইআর খারিজ চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। আজ এই মামলাটির শুনানি রয়েছে হাই কোর্টে।
বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবলে আজ চারটি খেলা রয়েছে। রাত সাড়ে ৮টা নাগাদ শুরু হবে ঘানা ও উরুগুয়ের খেলা রয়েছে। ওই একই সময়ে রয়েছে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়ার খেলা। এ ছাড়া রাত সাড়ে ১২টা নাগাদ ক্যামেরুন বনাম ব্রাজিল এবং সার্বিয়া বনাম সুইৎজারল্যান্ডের খেলা রয়েছে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
শ্রদ্ধা হত্যাকাণ্ডের তদন্ত কোন পথে?
শ্রদ্ধা ওয়ালকরকে খুনের তদন্তে প্রেমিক আফতাবকে জেরা করে নতুন নতুন তথ্য জানতে পারছে দিল্লি পুলিশ। সম্পর্ক থেকে বেরিয়ে আসতেই শ্রদ্ধাকে খুনের পরিকল্পনা করেন আফতাব এমনটাই জানিয়েছে পুলিশ। আজ নজর থাকবে এই হত্যাকাণ্ডের তদন্তের দিকে।
রাজ্যের আবহাওয়া কেমন?
এখনও পুরোপুরি শীত পড়েনি রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রাতের দিকে তাপমাত্রা বাড়ার কারণে শীত অনুভূত হচ্ছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে জলীয় বাষ্প বৃদ্ধির কারণে আবহাওয়ার এই খামখেয়ালিপনা। দিন কয়েকের মধ্যেই তাপমাত্রা কমতে শুরু হবে।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
রাজ্যে ডেঙ্গির প্রকোপ কমছে না। কলকাতার পাশাপাশি জেলাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বাড়লেও ডেঙ্গি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি করছে প্রশাসনের কিছু অংশ। আজ নজর থাকবে কত সংক্রমণ হয় সে দিকে।