News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে এগারো

বিধানসভার বিশেষ অধিবেশনে মমতা। কী অবস্থায় রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি। নিম্নচাপের ফলে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। ব্রিটেনে রানির শেষকৃত্যে ভারতের রাষ্ট্রপতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ০৭:২৩
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

বিধানসভার অধিবেশনে মমতা

Advertisement

আজ, সোমবার বিধানসভার বিশেষ অধিবেশনে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১১টা নাগাদ অধিবেশন শুরু হবে। দুপুর ২টো থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার কথা রাজ্য সরকারের। সেই আলোচনায় মুখোমুখি হবে শাসক ও বিরোধী।

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি

Advertisement

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগে রাজ্যের স্বাস্থ্য দফতর। ডেঙ্গি মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে তারা। যদিও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় আজ ওই পরিস্থিতির দিকে নজর থাকবে।

রাজ্যে নিম্নচাপ ও বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে ভারী বর্ষণে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরে আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

ব্রিটেনে রানির শেষকৃত্য

আজ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শেষকৃত্য সম্পন্ন হবে রানির। ভারতের তরফে সেখানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যে তিন দিনের সফরে তিনি লন্ডন পৌঁছে গিয়েছেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে মামলার শুনানি

বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে মামলাগুলির আজ শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের রিপোর্ট জমা দেওয়ার কথা। অন্য দিকে, ওই কর্মসূচি নিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগের মামলাও শুনবে আদালত।

নিয়োগ বিতর্কের মধ্যে কারিগরি শিক্ষামন্ত্রীর সাংবাদিক বৈঠক

বেকারদের হাতে বেসরকারি ক্ষেত্রে নিয়োগের সুপারিশপত্র তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি পাওয়ার ক্ষেত্রে তা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। তারই মধ্যে আজ কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেনের সাংবাদিক বৈঠক রয়েছে। বিকেল ৫টা নাগাদ সেটি শুরু হওয়ার কথা। সেখানে নিয়োগ সংক্রান্ত বিতর্ক নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা থাকছে।

বনসলের উপস্থিতিতে রাজ্য বিজেপির বৈঠক

আজ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির বৈঠক রয়েছে। সেখানে রাজ্যের প্রথম সারির নেতাদের উপস্থিত থাকার কথা। সেই বৈঠক থেকে বিজেপি কী সিদ্ধান্ত নিল সে দিকে নজর থাকবে।

ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজের প্রস্তুতি

মঙ্গলবার রয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টি২০ ম্যাচ। তার আগে আজ দুই দলের প্রস্তুতির দিকে নজর থাকবে।

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি

ছাত্রীদের স্নানের ভিডিয়ো ছড়িয়ে পড়ার অভিযোগে উত্তাল পঞ্জাবের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। অন্য দিকে, এই ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।

জ্যাকলিন ফার্নান্ডেজকে আবার তলব দিল্লি পুলিশের

২০০ কোটি টাকার তছরুপ মামলার তদন্ত যত এগোচ্ছে, বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ও মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সম্পর্কের পরত ততই প্রকাশ্যে আসছে। এই ঘটনায় ফের অভিনেত্রীকে তলব করেছে। আজ তাঁর তদন্তকারীদের মুখোমুখি হওয়ার কথা।

তৃণমূলের সাংবাদিক বৈঠক

আজ রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সাংবাদিক সম্মেলন রয়েছে। দুপুর ১২ টা নাগাদ তৃণমূল ভবনে সেটি হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement