শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।
মৃত ছাত্রের বাড়িতে শুভেন্দু-সহ ১৫ বিজেপি বিধায়ক
আজ যাদবপুর বিশ্ববদ্যালয়ের মৃত পড়ুয়ার নদিয়ার বাড়িতে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে যাওয়ার কথা ১৫ জন বিজেপি বিধায়কের। বুধবার মৃত ছাত্রের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, স্বাস্থ্য ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যেরা। বৃহস্পতিবার গিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। আজ বগুলায় যাবে বিজেপি।
যাদবপুরের ছাত্রমৃত্যুর তদন্ত কোন পথে
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার দিনভর অশান্তি হয় ক্যাম্পাসে। নতুন করে কাউকে গ্রেফতার করা না-হলেও লালবাজারে ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তদন্তকারীদের নজরে আরও দুই পড়ুয়া রয়েছেন। নতুন করে কেউ গ্রেফতার হন কি না, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিস্থিতি কেমন থাকে, সেই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।
যাদবপুরকাণ্ডে শহরে নাগরিক মিছিল
যাদবপুর বিশ্ববদ্যালয়ের পড়ুয়া ম়ৃত্যুর ঘটনায় আজ নাগরিক মিছিলের ডাক দিয়েছে বামেরা। দলহীন হলেও সেই মিছিলের অলিখিত উদ্যোক্তা সিপিএম তথা বামেরাই। আজ বিকেল সাড়ে পাঁচটায় ওই মিছিল শুরু হওয়ার কথা যাদবপুরের সুকান্ত সেতু থেকে। যাবে যাদবপুর থানা পর্যন্ত। মিছিল শেষে সংক্ষিপ্ত সভা হওয়ারও কথা আজ।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ময়দানে বুমরার ভারত
আজ যশপ্রীত বুমরার অধিনায়কত্বে নামছে ভারত। বিপক্ষে আয়ারল্যান্ড। তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচ আজ সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।
হিমাচল ও উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়
ক্রমাগত বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সে রাজ্যে মারা গিয়েছেন ৭১ জন। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানিয়েছেন, ভারী বৃষ্টি, ধসের কারণে ১০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে রাজ্যের। আজ নজর থাকবে হিমাচল ও উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ের শবরের দিকে।
ল্যান্ডার ‘বিক্রম’-এর অবতরণ প্রক্রিয়া
ইসরোর চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’ মূল মহাকাশযান থেকে আলাদা হয়ে গিয়েছে। এ বার ধীরে ধীরে তা চাঁদের বুকে অবতরণের প্রক্রিয়া শুরু করবে। আজ বিকেল ৪টে নাগাদ ইসরোর তরফে ল্যান্ডারটিকে আরও খানিকটা নীচের কক্ষপথে নামানো হবে।