ফাইল চিত্র।
খড়্গপুরে বেসরকারি চাকরি দান কর্মসূচিতে মমতা
আজ, বৃহস্পতিবার খড়্গপুরে বেসরকারি চাকরি দান কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিপ্রার্থীদের হাতে তিনি নিয়োগপত্র তুলে দিতে পারেন। দুপুর নাগাদ এই কর্মসূচিটি শুরু হবে।
নবান্ন অভিযানে অশান্তির রেশ
বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা বাড়ছে। শাসকদল তৃণমূলের সঙ্গে আক্রমণ পাল্টা-আক্রমণ চলছে বিজেপির। পুলিশকর্মীদের উপর আক্রমণ নিয়েও সরব অনেকে। এই কর্মসূচির রেশ গড়িয়েছে আদালত পর্যন্ত। আজ কী হয় সে দিকে নজর থাকবে।
বিধানসভায় বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন
বুধবার থেকে বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিন। সেখানে কী হবে সে দিকে নজর থাকবে।
বিজেপি পরিষদীয় দলের বৈঠক
আজ বিজেপির পরিষদীয় দলের বৈঠক রয়েছে। বেলা সাড়ে ১০টায় সেটি শুরু হবে। সেখানে কী সিদ্ধান্ত নিল রাজ্যের প্রধান বিরোধী দল সে দিকে নজর থাকবে।
শুভেন্দুর সাংবাদিক সম্মেলন
আজ বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দুপুর ১টা নাগাদ সেটি শুরু হওয়ার কথা।
আবহাওয়া কেমন?
বুধবার কলকাতা-সহ রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ রাজ্যে বেশির ভাগ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
ভারত-ইংল্যান্ড মহিলাদের টি২০
আজ ভারত ও ইংল্যান্ডের মহিলাদের তৃতীয় টি২০ ম্যাচ রয়েছে। রাত ১১টা নাগাদ খেলাটি শুরু হবে।