মঙ্গলবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ফাইল ছবি।
উচ্চ মাধ্যমিক শুরু
আজ, মঙ্গলবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা রয়েছে। সারা রাজ্যের মধ্যে প্রায় ২০৬টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রশ্ন ফাঁস আটকাতে নজরদারি বাড়িয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা কেন্দ্রের মধ্যে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোন ধরতে থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর।
বনি যাবেন ইডি-র কাছে হাজিরা দিতে
আবার টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করেছে ইডি। আজ তাঁর ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা। দুপুর নাগাদ বনির সেখানে যাওয়ার কথা। এর আগে তাঁর দামি গাড়ি নিয়ে রহস্য তৈরি হয়েছিল। এই অবস্থায় আজ বনিকে জিজ্ঞাসাবাদের দিকে নজর থাকবে।
পার্থ-অর্পিতাকে আদালতে ভার্চুয়ালি হাজির করাবে ইডি
স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। এখন তাঁরা জেল হেফাজতে রয়েছেন। আজ তাঁদের আদালতে হাজিরা করানো হবে। ইডি সূত্রে খবর, ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেবেন পার্থ-অর্পিতা। আদালতের পরবর্তী নির্দেশের দিকে আজ নজর থাকবে।
আদালতে মানিককে হাজির করাবে ইডি
প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল ইডি। তিনি এখন জেলে রয়েছেন। আজ তাঁকে আদালতে হাজির করানো হবে। আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর থাকবে।
ঋষি অরবিন্দের জন্ম সার্ধ শতবর্ষের অনুষ্ঠানে মমতা
আজ ঋষি অরবিন্দের জন্মদিবস। তাঁর জন্ম সার্ধ শতবর্ষের অনুষ্ঠানে আলিপুরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টে নাগাদ এই অনুষ্ঠানটি হওয়ার কথা। নজর থাকবে এই খবরের দিকে।
নন্দীগ্রাম দিবস
আজ নন্দীগ্রাম দিবস। এই উপলক্ষে সেখানে বিজেপি এবং তৃণমূলের কর্মসূচি রয়েছে। সকালে জনসভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুরে নন্দীগ্রামে মিছিল করবে তৃণমূল।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
শান্তনু সমাচার
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে নতুন নতুন তথ্য পাচ্ছে ইডি। এই দুর্নীতিতে অভিযুক্তদের কোটি কোটি টাকার সম্পত্তি এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে। আজ নজর থাকবে শান্তনু সমাচারের দিকে।
সংসদে বাজেট অধিবেশন
সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু। বাজেট নিয়ে আলোচনা ছাড়াও নানা বিষয়ে শাসক এবং বিরোধীদের তরজায় উত্তাল হয়ে উঠেছে সংসদ। এই অবস্থায় আজ অধিবেশনের দিকে নজর থাকবে।
রাজ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণের পরিস্থিতি
অ্যাডিনোভাইরাসের সংক্রমণে রাজ্যের বিভিন্ন হাসপাতালে একের পর এক শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। অ্যাডিনোভাইরাস প্রতিরোধে রাজ্য সরকার নির্দেশিকা প্রকাশ করেছে। অন্য দিকে, এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই অবস্থায় আজ রাজ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণের পরিস্থিতির দিকে নজর থাকবে।
রাজ্যে ঝড়বৃষ্টি হল কি না এবং পূর্বাভাস কী?
গরমের শুরুতেই রাজ্যে বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে। এই অবস্থায় আজ আবহাওয়া সংক্রান্ত আরও খবরের দিকে নজর থাকবে।
মহিলাদের আইপিএলে মুম্বই-গুজরাত
আজ মহিলাদের আইপিএলে মুম্বই বনাম গুজরাতের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।