News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৬

দু’দিনের বাংলা সফরে অমিত শাহ: সিউড়িতে জনসভা। আইপিএলে ইডেনে কলকাতা-হায়দরাবাদের খেলা। সুপার কাপে মোহনবাগান ও জামশেদপুরের খেলা। নিয়োগ বিতর্ক এবং তদন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ০৬:৪৯
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।

দু’দিনের বাংলা সফরে অমিত শাহ: সিউড়িতে জনসভা

Advertisement

দু’দিনের বাংলা সফরে আজ, শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম দিনে তাঁর বীরভূমের সিউড়িতে জনসভা রয়েছে। এ ছাড়া রয়েছে তাঁর একাধিক কর্মসূচি। আজ নজর থাকবে এই সংক্রান্ত সব খবরের দিকে।

ইডেনে আইপিএল: কলকাতা-হায়দরাবাদ

Advertisement

আজ আইপিএলে ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম হায়দরাবাদের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলাটি শুরু হবে।

গরম কি আরও বাড়বে?

চৈত্র শেষে তীব্র গরম রাজ্য জুড়ে। রাজ্যের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সারা সপ্তাহ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। আজ তাপমাত্রা আরও বাড়বে। কোথাও কোথাও তাপপ্রবাহও চলতে পারে। আজও কলকাতায় তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে। আগামী ৪ দিনে রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। ফলে গরমের হাত থেকে এখনই রেহাই মেলার কোনও সম্ভাবনা নেই।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সুপার কাপে মোহনবাগান-জামশেদপুর

আজ সুপার কাপে মোহনবাগান বনাম জামশেদপুরের খেলা রয়েছে। রাত সাড়ে ৮টা নাগাদ এই খেলাটি শুরু হবে।

দেশের কোভিড পরিস্থিতি

দেশে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, মহারাষ্ট্র এবং দিল্লির মতো রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার অনেকটাই বেশি। বাংলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় আজ সার্বিক করোনা পরিস্থিতির দিকে নজর থাকবে।

নিয়োগ বিতর্ক এবং তদন্ত

স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। তা ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। চলছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্ত। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে আরও কয়েক জনের নাম উঠে আসছে। এরই মধ্যে আবার কুন্তল ঘোষের চিঠি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, প্রয়োজনে এ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারবে ইডি এবং সিবিআই। এই অবস্থায় আজ নজর থাকবে এই খবরের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement