News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৫

বিদেশ সফরে মমতা। ইডি দফতরে নুসরতের হাজিরা। অভিষেকের আবেদনের শুনানি হাই কোর্টে। নিয়োগ মামলা: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রিপোর্ট দেবে সিবিআই। এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ০৭:২০
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় —ফাইল চিত্র।

বিদেশ সফরে মমতা

Advertisement

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে রওনা হচ্ছেন। দুবাই হয়ে স্পেনের দুই শহর মাদ্রিদ ও বার্সেলোনা যাবেন তিনি। সেখান থেকে ফের আসবেন দুবাই। মূলত লগ্নি আনার লক্ষ্যেই এই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মাদ্রিদে তাঁর বৈঠক রয়েছে ‘লা লিগা’র প্রেসিডেন্টের সঙ্গেও। সেখানে উপস্থিত থাকার কথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। আগামী ২৩ সেপ্টেম্বর ফেরার কথা মুখ্যমন্ত্রীর।

ইডি দফতরে নুসরতের হাজিরা দেওয়ার কথা

Advertisement

ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা মামলায় তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের আজ হাজিরা দেওয়ার কথা ইডি দফতর সিজিও কমপ্লেক্সে। প্রতারিতেরা প্রথমে থানায় অভিযোগ করেন। তাঁদের দাবি, পুলিশ পদক্ষেপ না-করায় তাঁরা যান ইডির কাছে। এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সেই মামলায় আজ নুসরতকে তলব করেছে ইডি।গ্র

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অভিষেকের আবেদনের শুনানি হাই কোর্টে

ইডির বিরুদ্ধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলাটির শুনানি রয়েছে। ‘লিপস্‌ অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির কম্পিউটারে ডাউনলোড হওয়া বিতর্কিত ১৬টি ফাইল নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা সিএফএসএল-এর।

নিয়োগ মামলা: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রিপোর্ট দেবে সিবিআই

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার বহর ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’-এর মতো। সেই তথ্য আজ কলকাতা হাই কোর্টে জমা করার কথা জানিয়েছে সিবিআই। দুপুর ৩টের সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাটি উঠবে। এর আগে এই মামলায় বিচারপতি মন্তব্য করেছিলেন, ‘‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো দুর্নীতি হলে ভেঙে ফেলা দরকার।’’ আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে কী জানায় সে দিকে নজর থাকবে।

এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কা

সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারত। রবিবারের পর সোমবারও ভারতকে খেলতে হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। ফলে টানা তিন দিন নামতে হবে রোহিত শর্মাদের। ম্যাচ দুপুর ৩টে থেকে দেখা যাবে স্টার স্পোর্টস ১ চ্যানেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement