মঙ্গলবার থেকে রাজ্যের পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়েছে। —নিজস্ব চিত্র।
পঞ্চায়েতের ভোটগণনা চলছে
মঙ্গলবার থেকে রাজ্যের পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়েছে। গণনা এখনও চলছে। গণনা শেষের দিকে এগোচ্ছে। আজও ভোট গণনা সংক্রান্ত প্রতি মুহূর্তের আপডেট পাওয়া যাবে আনন্দবাজার অনলাইনে।
কলকাতা হাই কোর্টে পঞ্চায়েত মামলা
ভোট গণনা চলছে। এরই মধ্যে আজ পঞ্চায়েত নিয়ে আদালত অবমাননার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। বিকেল সাড়ে ৩টে নাগাদ শুনানি হওয়ার কথা। আদালতের নির্দেশের দিকে নজর থাকবে।
তৃণমূলের রাজ্যসভার প্রার্থীদের মনোনয়ন জমা বিধানসভায়
চলছে রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন পর্ব। এ রাজ্যের ছয় প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। ঘাসফুলের প্রার্থীরা আজ মনোনয়ন জমা দিতে পারেন বিধানসভায়। বিজেপিও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
রাজ্যে কেন্দ্রীয় বিজেপির ‘তথ্যানুসন্ধান দল’
কলকাতায় এসেছে কেন্দ্রীয় বিজেপির ‘তথ্যানুসন্ধান দল’। তারা পঞ্চায়েত ভোটে রাজ্যে ‘অশান্তি’র ঘটনা খতিয়ে দেখবে। আজ নজর থাকবে এই খবরের দিকে।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের প্রথম দিন
আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের প্রথম দিন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এই খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।
উইম্বলডন
উইম্বলডনের আজ সপ্তম দিনের খেলা রয়েছে। বিকেল সাড়ে ৫টে থেকে এই খেলাটি শুরু হওয়ার কথা।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
অতিবর্ষণে উত্তর ভারতে বিপর্যয়
দিল্লি-সহ উত্তর ভারতে অতিবর্ষণে বিপর্যস্ত জনজীবন। ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো উত্তর ভারতের বিভিন্ন এলাকা। গত দু’দিনে সেখানে দুর্যোগে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রবিবার শুধু হিমাচলে ধস, হড়পা বানে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
মণিপুরের অবস্থা
প্রায় আড়াই মাস ধরে উত্তেজনা অব্যাহত রয়েছে মণিপুরে। সে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে দু'শো জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। প্রায়ই দিনই মৃত্যুর ঘটনা ঘটছে। প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হলেও অশান্তি সেখানে কিছুতেই থামছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে সেনাও বিক্ষোভের মুখে পড়েছে। এই অবস্থায় মণিপুরের পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।
টেট এবং এসএসসি নিয়োগ তদন্ত
টেট এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। তদন্তে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। সোমবার সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দেয়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই অবস্থায় আজ তদন্তের অগ্রগতির দিকে নজর থাকবে।