ফাইল চিত্র।
সহগলকে হেফাজতে পাবে কি ইডি?
গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেনকে হেফাজতে নিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ইডি। আজ, মঙ্গলবার সেখানে এই মামলাটির শুনানি রয়েছে। সহগলকে হেফাজতে পায় কি না ইডি, সে দিকে নজর থাকবে।
মুলায়মের অন্ত্যেষ্টি
সোমবার প্রয়াত হয়েছেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংহ যাদব। আজ তাঁর অন্ত্যেষ্টি হবে। ‘নেতাজি’কে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত থাকার কথা বিভিন্ন দলের রাজনৈতিক নেতার।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি ফের উত্তপ্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির অভিযোগ, ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইউক্রেনের বিভিন্ন শহরে আকাশপথে হামলা চালাতে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে। ফলে এই প্রথম দু’দেশের যুদ্ধে তেহরানের প্রত্যক্ষ মদতের অভিযোগ উঠল। ইউক্রেনের দাবি, রাজধানী কিভ, শিল্পশহর লেভিভ, পরমাণু বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র জ়াপোরিজিয়া লাগোয়া উপনগরী-সহ ইউক্রেনের বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় সোমবার অন্তত ৭৫টি হামলা হয়েছে আকাশপথে। এর ফলে প্রাণহানির পাশাপাশি বিপুল পরিমাণে পরিকাঠামো ধ্বংস হয়েছে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
শিবসেনার ‘প্রতীক-যুদ্ধ’
উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডের ‘প্রতীক-যুদ্ধ’ অব্যাহত। এই অবস্থায় নির্বাচন কমিশন শিবসেনার প্রতীকের অধিকার কাউকেই দেয়নি। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের হয়েছেন উদ্ধব। আজ নজর থাকবে ওই সংক্রান্ত খবরের দিকে।
বাঁকুড়ার গুহারহস্য
একটি গুহার হদিস মিলেছে বাঁকুড়ায়। গবেষকদের দাবি, এই গুহাটির গভীরতা একশো ফুটের বেশি। কয়েকশো বছর আগে এই গুহায় আদিম মানুষ বসবাস করত। গুহাটি নিয়ে আরও গবেষণা শুরু হয়েছে। আজ নজর থাকবে সে দিকে।
মহিলাদের এশিয়া কাপ
আজ মহিলাদের এশিয়া কাপে দু’টি খেলা রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে নামছে আমিরশাহি এবং পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে।
ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় এক দিনের ম্যাচ
আজ ভারত ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় এক দিনের ম্যাচ রয়েছে। দুপুর ১টা নাগাদ এই খেলাটি শুরু হবে।
আবহাওয়া কেমন?
ভারী বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। এ ছাড়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৬৬২ জন আক্রান্ত হয়েছেন। আজ আক্রান্তের সংখ্যা বেড়ে কি না, সে দিকে নজর থাকবে।