ভারতীয় দল।
উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী
আজ জলপাইগুড়ি জেলার বানারহাটে সরকারি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী কী কী ঘোষণা করেন, কী বার্তা দেন সেই খবরে আজ নজর থাকবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিরিজ় শুরু
ভারতীয় ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হয়ে যাচ্ছে আজ থেকে। আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সূর্যকুমার যাদবের দল কি তিন ম্যাচের সিরিজ়ে এগিয়ে যেতে পারবে? রিঙ্কু সিংহদের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। মোবাইলে খেলা দেখাবে হটস্টার।
তিন রাজ্যে মুখ্যমন্ত্রীর নাম কি ঘোষণা করবে বিজেপি?
পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পর ছ’দিন কেটে গিয়েছে। তার পরেও মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানে মুখ্যমন্ত্রী কারা হবেন, তা ঘোষণা করতে পারেনি বিজেপি। ইতিমধ্যেই ওই তিন রাজ্যে মুখ্যমন্ত্রী বাছতে পর্যবেক্ষক দল নিয়োগ করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। একাধিক নাম নিয়ে জল্পনা চলছে। বিজেপি সূত্রে খবর, সোমবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে বৈঠকে বসছে বিজেপির পরিষদীয় দল। ওই দিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে। ওই সূত্রেরই খবর, বাকি দুই রাজ্যেও মুখ্যমন্ত্রীদের নাম ওই দিনই প্রকাশ্যে আনতে চলেছে বিজেপি। আজ নজর থাকবে এই খবরে।
আবার মুখোমুখি ভারত-পাকিস্তান
ক্রিকেটে আজ আবার লড়াই ভারত ও পাকিস্তানের। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে মুখোমুখি দুই দল। খেলা শুরু সকাল ১১টায়।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
কলকাতা চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ দিন
চলচ্চিত্র উৎসবে আজকের অন্যতম আকর্ষণ বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের চর্চিত ছবি ‘কেনেডি’র প্রদর্শন। দেখানো হবে অঞ্জন দত্ত পরিচালিত ছবি ‘চালচিত্র এখন’। উল্লেখ্য ছবিটি চলতি বছরের উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। সাংবাদিক বৈঠকে অংশ নেবেন বিভিন্ন ছবির কলাকুশলীরা। এ ছাড়াও থাকছে দৈনন্দিন সিনে আড্ডা এবং ‘মাস্টার ক্লাস’।
মহুয়া বহিষ্কার বিতর্ক
মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা নিয়ে বিতর্ক অব্যাহত ছিল শনিবারও। মহুয়ার বিরুদ্ধে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ করার অভিযোগ তোলা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে শনিবার বলেছিলেন, ‘‘দুর্নীতির অভিযোগ এবং জাতীয় সুরক্ষার সঙ্গে আপসের জন্য লোকসভার কোনও সদস্যের সাংসদপদ খারিজ হওয়া আমাকে পীড়া দেয়। শুক্রবার মোটেও আনন্দের দিন ছিল না, বরং দুঃখের দিন ছিল।’’ অন্য দিকে গোটা বিতর্কে মহুয়ার পাশে দাঁড়ানো বিএসপি সাংসদ দানিশ আলিকে শনিবারই ‘দলবিরোধী’ কাজের জন্য বহিষ্কার করলেন মায়াবতী। এই খবরে আজ নজর থাকবে।
রাজ্যের আবহাওয়া কেমন?
কলকাতা-সহ জেলাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রির নীচে থাকবে। পারদ নীচের দিকেই থাকবে আগামী দু’দিন। এক ধাক্কায় রাজ্যে তাপমাত্রা কমতে পারে প্রায় ৩ ডিগ্রি। সপ্তাহের শেষের দিকে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
হরমনপ্রীতদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ
আজ ভারত-ইংল্যান্ড মহিলাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।