News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৭

টেটের আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রস্তুতি। কলকাতা মেডিক্যাল কলেজে পড়ুয়াদের অনশন বিক্ষোভ। কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে সাংবাদিক বৈঠক। বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ০৭:০৪
Share:

রাজ্য জুড়ে ৭ লক্ষেরও বেশি প্রার্থী পরীক্ষা দেবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট। ফাইল চিত্র।

প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট-প্রস্তুতি

Advertisement

রবিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট রয়েছে। রাজ্য জুড়ে ৭ লক্ষেরও বেশি প্রার্থী পরীক্ষা দেবেন। এ জন্য প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার এবং স্কুল শিক্ষা দফতর। আজ, শনিবার এই প্রস্তুতির দিকে নজর থাকবে।

মেডিক্যাল কলেজে পড়ুয়াদের অনশন

Advertisement

ভোটের দাবিতে আন্দোলন ও বিক্ষোভ হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজে। এ বার অনশনের ডাক দিয়েছেন পড়ুয়ারা। তাঁদের এই অনশন কর্মসূচির দিকে আজ নজর থাকবে।

কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে সাংবাদিক বৈঠক

২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে আজ সাংবাদিক বৈঠক রয়েছে। বিকেল ৩টে নাগাদ এই বৈঠকটি শুরু হওয়ার কথা। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস চলচ্চিত্র উৎসবের পরিকল্পনার কথা ঘোষণা করতে পারেন। আজ এখানে বাংলা সিনেমার বহু তারকার উপস্থিত থাকার কথা।

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল

আজ বিশ্বকাপ ফুটবলে জোড়া কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে। রাত সাড়ে ৮টা নাগাদ রয়েছে পর্তুগাল ও মরক্কোর খেলা। এ ছাড়া রাত সাড়ে ১২টায় হবে ফ্রান্স ও ইংল্যান্ডের খেলা।

গুজরাতে সরকার গঠনের প্রস্তুতি

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গুজরাতে ফের ক্ষমতা দখল করেছে বিজেপি। এ বার নতুন সরকার গঠনের পালা। মুখ্যমন্ত্রী হিসাবে আবারও ভূপেন্দ্রভাই পটেলকেই দায়িত্ব দিতে পারে গেরুয়া শিবির। আজ গুজরাতে সরকার গঠনের প্রস্তুতির দিকে নজর থাকবে।

হিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রী কে?

গুজরাতে বিজেপি জিতলেও হিমাচল প্রদেশ তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। ওই রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে তারা কাকে বেছে নেয় আজ সে দিকে নজর থাকবে।

রাজ্যের আবহাওয়া?

রাজ্যে বাড়ছে ঠান্ডার প্রভাব। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে পারদ খুব বেশি নামছে না। ওই ঘূর্ণিঝড়ের পরেই কড়া ঠান্ডা পড়তে পারে রাজ্যে। আজ নজর থাকবে তাপমাত্রার পারদ কতটা নীচে নামে সে দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement