Diptangshu Chowdhury

এসবিএসটিসি-র চেয়ারম্যান পদ ছাড়লেন কর্নেল দীপ্তাংশু

বুধবার পূর্ব বর্ধমানের বিধায়ক সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি-সহ ‘বিক্ষুব্ধ’ নেতাদের বৈঠকে ছিলেন দীপ্তাংশুও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ১৭:৩৫
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূল ছাড়লেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের দুই সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ।

Advertisement

ঘটনাচক্রে দীপ্তাংশু বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান হয়েছিলেন। গত কয়েক দিন পর তিনিও বেসুরো ছিলেন। এর মধ্যেই বুধবার পূর্ব বর্ধমানের বিধায়ক সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি-সহ ‘বিক্ষুব্ধ’ নেতাদের বৈঠকে ছিলেন দীপ্তাংশুও। তার পরের দিনই সরকারি পদ থেকে ইস্তফা দিলেন দীপ্তাংশু।

বৃহস্পতিবারই আসানসোলের পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। ছেড়েছেন দলও। জিতেন্দ্র তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি। তবে তাঁর দলত্যাগের আগেই তাঁকে চিঠি পাঠিয়েছিলেন জেলার গুরুত্বপূর্ণ তিন নেতা— জেলা সহ-সভাপতি অভিজিৎ আচার্য, কোষাধ্যক্ষ অমিত তুলসীয়ান এবং সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। জিতেন্দ্র তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার পর থেকেই বেসুরো ছিলেন অনেকেই। সেই জিতেন্দ্র দল ছাড়ার পর পশ্চিম বর্ধমানে কার্যত দল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: পুর-পদ ছাড়তেই পার্টি অফিসে হামলা, তাই দলও ছাড়লেন জিতেন্দ্র

আরও পড়ুন: ‘মাথা ঝোঁকাবে না বাংলা’, আইপিএস অফিসার বদলি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement