ফাইল চিত্র।
তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেন চিঠিতে। তলব পেয়েও মঙ্গলবার কয়লা পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র দিল্লি সদর দফতরে গরহাজির থাকলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। মলয়বাবুর আইনজীবী দীপঙ্কর কুণ্ডু ওই দফতরে তদন্তকারীদের চিঠি দিয়ে জানান, মলয়বাবু এখন দিল্লিতে হাজির হতে পারবেন না। তবে এক জন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে তদন্তে সহযোগিতা করবেন। ইডি যে-সব নথি চেয়েছে, তা প্রস্তুত করতে কিছু সময় লাগবে। বিষয়টি যেন বিবেচনা করা হয়।
ইডি সূত্রের খবর, মলয়বাবুর তরফে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদ অথবা কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। তবে কয়লা পাচারের মামলায় ইডি-র কলকাতার অফিসের কোনও যোগসূত্র নেই। তা ছাড়া নথি যাচাইয়ের পরে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদে নানান সমস্যার সৃষ্টি হয়। সেই জন্য সদর দফতরে সশরীরে ডেকে পাঠিয়ে মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মলয়বাবুকেও সশরীরে দিল্লির অফিসে হাজির হতে হবে।
সম্প্রতি তৃতীয় বার নোটিস জারির পরে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি-র দিল্লির অফিসে উপস্থিত হন। তাঁকে টানা বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কয়লা পাচারের তদন্তে পশ্চিমবঙ্গের একাধিক আইপিএস অফিসারও ওইর দফতরে হাজির হয়ে তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন। এক ইডি-কর্তা বলেন, "মলয়বাবুর আইনজীবীর চিঠি আমাদের হাতে এসেছে। পর্যাপ্ত সময় নিয়ে হাজির হওয়ার জন্য কয়েক দিনের মধ্যেই মলয়বাবুকে ফের নোটিস দেওয়া হচ্ছে।’’