মমতা বন্দ্যোপাধ্যায়।
অনুব্রতর নাম না করে মমতা বললেন, আসলে বিজেপি চায় ওকে গ্রেফতার করা হোক। বিজেপির বিরোধিতা করবে যে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রত্যেকের বিরুদ্ধেই এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি করা হবে।
মমতা বললেন, আমি ওদের রিপোর্ট দেখেছি। ওরা কোনও তদন্ত ছাড়াই কী ভাবে আমার জেলা সভাপতির নাম বলল? নড্ডার কাছে দেওয়া বিজেপির ওই রিপোর্ট প্রতিহিংসামূলক।
মমতা বললেন, বিজেপি চায় তৃণমূলের জেলা সভাপতিকে গ্রেফতার করা হোক।
দার্জিলিঙে মমতা বললেন, ‘‘বিজেপির আচরণের নিন্দা করছি। ওরা রিপোর্টে আমার জেলা সভাপতির নাম রেখেছে। যখন সিবিআই তদন্ত করছে এবং তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে তখন বিজেপি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে।
বগটুইয়ের তদন্তে সিবিআইকে সহযোগিতা করা হচ্ছে। বিজেপি নিজস্ব রিপোর্ট দিয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে।
দার্জিলিঙয়ের মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাপাধ্যায়। কালী মন্দিরের সামনে আরতি করতে দেখা গেল তাঁকে।
জিটিএ নির্বাচন দ্রুত করানোর পাশাপাশি পাহাড়ে পঞ্চায়েত ভোট করানোর কথাও জানিয়েছেন মমতা।