Cyclone: আমপানের মতো ইয়াসেও মুখ্যমন্ত্রী নজরদারি করবেন নবান্নের কন্ট্রোল রুম থেকে

২৫ এবং ২৬ মে, এই দু’দিন মমতা থাকবেন নবান্নে। জানা গিয়েছে নবান্ন সূত্রে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ মে-র মধ্যে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে ইয়াস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০২১ ১৪:৩৬
Share:

আমপানের সময় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আমপানের মতো ইয়াস-এর সময়েও নবান্নের কন্ট্রোল রুম থেকেই রাজ্যের পরিস্থিতির উপর নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ এবং ২৬ মে, পর পর এই দু’দিন তিনি থাকবেন নবান্নে। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।

Advertisement

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, ইয়াস-এর মতো ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নবান্ন এবং উপান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে থেকেই রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী। ঠিক যেমনটা তিনি করেছিলেন আমপানের ক্ষেত্রেও। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন রাজ্যের শীর্ষ স্তরের আধিকারিকরা।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ মে-র মধ্যে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে ইয়াস। ২৫ মে থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হবে বৃষ্টি। ওই দিন ৭০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২৬ মে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ওই দিনই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা বলে মনে করা হচ্ছে। আবহবিদরা এটাও মনে করছেন, ইয়াস আমপানের মতো শক্তিশালী হবে না। পরিস্থিতির দিকে নজর রেখেছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement