Mamata Banerjee

Mamata Banerjee: নবান্ন থেকে আচমকা রাজভবনে মমতা, বাইরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের

মানবিক মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে আবেদন করতে এসেছিলাম। বলছেন কর্মশিক্ষা, শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ১৮:১৬
Share:

ফাইল ছবি।

নবান্ন থেকে আচমকাই রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়ে শহিদ মিনারের সামনে অনশনরত এসএলএসটি চাকরিপ্রার্থীদের ১৬ জন ছুটে আসেন রাজভবনে। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি জানান তাঁরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন। ডিসি সেন্ট্রাল বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতেই অনড়।

Advertisement

সূত্রের খবর, বিকেল পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী রাজভবনে আসেন। সেই খবর পেয়েই আন্দোলনকারীরা সাড়ে পাঁচটা নাগাদ রাজভবনের গেটের সামনে চলে আসেন। অনুনয়-বিনয়ে কাজ না হওয়ায় পুলিশ টেনেহিঁচড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। ১৬ জনকেই তুলে নিয়ে যায় পুলিশ।

বিক্ষোভকারীরা বলছেন, ‘‘মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে এসেছিলাম কিন্তু পুলিশ জোর করে আমাদের সরিয়ে দিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement