Mamata Banerjee

কাঁচি ছেড়ে হাতে কাঠি, ঢাক বাজালেন মমতা, কাঁসর-ঘণ্টা নিয়ে সঙ্গী অরূপ

সুরুচি সঙ্ঘের পুজোর প্রধান কর্মকর্তা রাজ্যের অন্যতম মন্ত্রী, শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা অরূপ বিশ্বাস। তাঁকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাঁসর-ঘণ্টা বাজাতে দেখা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৮
Share:

ঢাক কাঁধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কাঁসি হাতে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। নিজস্ব চিত্র।

শহরজুড়ে উৎসবের আবহ। চার দিকে আলোর রোশনাই, একের পর এক পুজোর উদ্বোধন করছেন বিশিষ্ট মানুষজন। এই আমেজেই পুজো উদ্বোধনে গিয়ে ঢাক বাজিয়ে নিজের স্বকীয়তার পরিচয় দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই ঢাক বাজাতে দেখা যায় তাঁকে। কাঁধে ঢাক তুলে নিয়ে বোল তুলতেও দেখা যায়।

Advertisement

সুরুচি সঙ্ঘের পুজোর প্রধান কর্মকর্তা রাজ্যের অন্যতম মন্ত্রী, শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা অরূপ বিশ্বাস। তাঁকে এবং রাসবিহারীর বিধায়ক দেবাশীষ কুমারকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাঁসর-ঘণ্টা বাজাতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ঢাক বাজান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীকে ঢাক বাজাতে দেখে খুশি হন সে সময় মণ্ডপে উপস্থিত মানুষজন। প্রসঙ্গত, প্রতি বছরের মতো এ বছরও বহু পুজোর উদ্বোধন করেছেন মমতা। আরও বেশ কিছু পুজো উদ্বোধনের অপেক্ষায়। প্রতিটি মণ্ডপে গিয়েই কাঁচি হাতে পুজো উদ্বোধন করতে দেখা গিয়েছে তাঁকে। সুরুচি সঙ্ঘের পুজোয় এসে অবশ্য সে ‘প্রথা’ ভাঙলেন মুখ্যমন্ত্রী। সরাসরি হাতে তুলে নেন ঢাকের কাঠি। সেখানে বেশ খোশমেজাজেই দেখা গেল তাঁকে। দীর্ঘ দিন ধরেই সুরুচি সঙ্ঘের পুজো উদ্বোধন করছেন মমতা। এই পুজোর জন্য ‘থিম সং’-ও গেয়েছেন তিনি। তবে এ বারই প্রথম পুজো উদ্বোধনে সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

পুজো প্রাঙ্গণ থেকেই পুজোর সময় মহিলাদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। জানান, মহিলাদের নিরাপত্তা রক্ষায় পুজোর সময় কলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী ‘উইনার্স’ সদা প্রহরায় থাকবে। অনুযোগের সুরে খানিক হালকা চালেই মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সতীর্থ অরূপের কাছে জানতে চান, অন্য পুজো কমিটির মতো সুরুচি সঙ্ঘ কেন স্বেচ্ছাসেবকদের জন্য ভাল পোশাকের বন্দোবস্ত করেনি।

Advertisement

মুখ্যমন্ত্রীকে ঢাক বাজাতে দেখে দৃশ্যতই খুশি অরূপ বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রীর পুজো উপলক্ষে লেখা একটি গানের পঙ্‌ক্তি থেকে অনুপ্রাণিত হয়েই তিনি তাঁর পুজোর থিম তৈরি করেছেন। মন্ত্রীর নিজের কথায় যেটা ‘চুরি করেছি’। এ বার সুরুচি সঙ্ঘের থিম হল ‘পৃথিবী এবার শান্ত হবে’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement