Mamata Banerjee

CM Mamata Banerjee: বিশ্ববাংলা তৃণমূলের নয়, বাংলার সরকারের লোগো, স্কুল পোশাকে বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘লোগোটা আমি তৈরি করেছিলাম। আইন করে ওটা বাংলা সরকারের কাছে আছে। প্রাইভেট স্কুল ইচ্ছেমতো ব্যাজ ব্যবহার করতেই পারে। আমরা বারণ করিনি। সরকারি স্কুলেরও যদি নিজস্ব ব্যাজ থাকে, তা লাগাক না। আমরা তো আপত্তি করিনি। শুধু জামায় একটা বিশ্ববাংলা ব্র্যান্ডের ব্যাজ থাকবে। আমি যে বাংলার অধিবাসী, এটা তার প্রমাণ।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২২ ১৪:০৬
Share:

ফাইল ছবি।

স্কুল পোশাকে বিশ্ববাংলা লোগো বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘বিশ্ববাংলা লোগো তৃণমূলের নয়, পশ্চিমবঙ্গ সরকারের লোগো।’’ পাশাপাশি ঘুরিয়ে দিল্লির মোদী সরকারকে কটাক্ষ করে বললেন, ‘‘ভারত সরকার যেমন নিজের লোগো ব্যবহার করতে পারে, তেমনই পশ্চিমবঙ্গও তা করতে পারে। দিল্লির লোকেরা হলে তো নিজের ছবি লাগিয়ে দিত!’’

করোনা টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি কেন থাকবে? এই নিয়ে দেশ জুড়ে প্রশ্ন উঠেছিল। এ ছাড়াও বিভিন্ন সময় মোদীর ছবি ব্যবহার নিয়ে বিতর্ক হয়েছে। এ বার ঘুরিয়ে বিশ্ববাংলা লোগো বিতর্কে সেই প্রসঙ্গ তুলে মোদী সরকারকে খোঁচা দিলেন মমতা। বললেন, ‘‘ভারত সরকার যদি নিজের নামে স্ট্যাম্প লাগাতে পারে বাংলার নামে বাংলার সরকার স্ট্যাম্প লাগাতে পারে না? দিল্লির লোকেরা হলে তো নিজের ছবি লাগিয়ে দিত! আমরা সে সব করি না।’’

Advertisement

এ দিন লোগো বিতর্কে বিরোধীদের একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘কে একটা কোর্টে গিয়ে বলে দিল, এটা নাকি তৃণমূলের লোগো! খোঁজই রাখে না। সব কিছুতেই তৃণমূলের দোষ। তৈরি হয়েছে কিছু নন্দঘোষ। রাম-বাম-শ্যামের দল।’’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘লোগোটা আমি তৈরি করেছিলাম। আইন করে ওটা বাংলা সরকারের কাছে আছে। আমি নিজে এঁকে বাংলার সরকারকে দিয়েছিলাম। সরকারের যত লোগো, ম্যাক্সিমাম লোগো আমার করা। তার জন্য আমি পয়সা নিই না। নামও কিনি না। এটা আমার দায়বদ্ধতা ও দায়িত্ব। প্রাইভেট স্কুল ইচ্ছেমতো ব্যাজ ব্যবহার করতেই পারে। আমরা বারণ করিনি। সরকারি স্কুলেরও যদি নিজস্ব ব্যাজ থাকে, তা লাগাক না। আমরা তো আপত্তি করিনি। শুধু জামায় একটা বিশ্ববাংলা ব্র্যান্ডের ব্যাজ থাকবে। আমি যে বাংলার অধিবাসী, এটা তার একটা প্রমাণ।’’

প্রাক্ প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলের পোশাকের পাশাপাশি ব্যাগ, জুতো ও পাঠ্যবই দেয় রাজ্য সরকার। এ বার নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, স্কুলের পোশাক হবে নীল-সাদা এবং তাতে থাকবে পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববাংলা লোগো। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আদালতেও গিয়েছে তা। এ বার তা নিয়ে বিরোধীদের আক্রমণ করলেন মমতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement