Mamata Banerjee

Mamata Banerjee: বন্যা রুখতে সার্বিক পরিকল্পনার দাবি মমতার

কেন্দ্রের শাসক এবং এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অবশ্য পাল্টা তোপ দেগেছে রাজ্য সরকারের দিকেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০২১ ০৬:৪৮
Share:

ফাইল চিত্র।

বাংলার বন্যাপ্রবণ এলাকাগুলির সমস্যার দীর্ঘ স্থায়ী সমাধানের জন্য কেন্দ্রের সার্বিক পরিকল্পনা করা উচিত বলে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলার জলভাসি উদয়নারায়ণপুর, বাগনান এবং হুগলির খানাকুলের পরিস্থিতি সোমবার আকাশপথে পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। একই ভাবে আজ, মঙ্গলবার তাঁর পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা। আকাশ থেকে তোলা জলমগ্ন এলাকার ছবি পোস্ট করে এ দিন জলছাড়ার সমস্যা ও প্লাবন নিয়ে প্রধানমন্ত্রীর ‘উদাসীনতা’র দিকে ফের আঙুল তুলেছেন মমতা।

Advertisement

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘ডিভিসি-র জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায় এই এলাকাগুলোর এমন অবস্থা। গোটা অঞ্চল প্লাবিত, মূল্যবান জীবন নষ্ট হয়েছে।’’ সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী ফের মনে করিয়ে দিয়েছেন, ‘‘আগেই আমি প্রধানমন্ত্রীকে এই নিয়ে চিঠি দিয়েছি। তাঁর কাছে অনুরোধ করব, সমস্যাটার দিকে নজর দিন। অবিলম্বে এলাকা ধরে সার্বিক পরিকল্পনা দরকার। না হলে আরও বড় ক্ষয়-ক্ষতি এড়ানো যাবে না।’’

কেন্দ্রের শাসক এবং এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অবশ্য পাল্টা তোপ দেগেছে রাজ্য সরকারের দিকেই। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘পরিকল্পনা তো রাজ্য সরকারের বানানোর কথা। কেন্দ্র সেটা অনুমোদন করতে পারে। রাজ্য নিজের এই দায়িত্বটুকুও কেন্দ্রের ঘাড়ে ঠেলে দিতে চায়?’’ বিজেপি নেতার কটাক্ষ, ‘‘মুখ্যমন্ত্রীর যদি কিছু করার ইচ্ছে থাকে, তা হলে পরিকল্পনা বানিয়ে কেন্দ্রকে দিন। না হলে শুধু আকাশ থেকে বন্যা দেখে বিবৃতি দিলে কোনও দিনই সমস্যার সমাধান হবে না আর বাংলার মানুষ বন্যায় ডুবতে থাকবেন!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement