রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধল সিপিএমের যুব সংগঠনের। মায়ানমার থেকে নিপীড়িত হয়ে য়ে রোহিঙ্গারা বাংলাদেশ হয়ে এ দেশে প্রবেশ করছেন, তাঁদের ‘পুশব্যাক’ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্তের প্রতিবাদে পার্ক সার্কাসে জমায়েত করে বালিগ়ঞ্জের দিকে মিছিল করতে গিয়েই বুধবার পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে প়়ড়েন সিপিএম নেতারা।
ডিওয়াইএফআইয়ের ডাকে এ দিনের জমায়েতে প্রধান বক্তা ছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। প্রথমেই পুলিশ তাঁদের বলে, পুজোর সময়ে পার্ক সার্কাসের মতো ব্যস্ত জায়গায় জমায়েত করা যাবে না। কথা কাটাকাটির পরে সেখানেই অবশ্য সংক্ষিপ্ত জমায়েত করে সিপিএমের যুব সংগঠন। সেলিম-সহ যুব নেতারা অভিযোগ করেন, নরেন্দ্র মোদীর সরকার যা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজেও একই সুর! এর পরে মিছিল হলেও বালিগঞ্জ ফাঁড়িতে তা আটকে দেয় পুলিশ। সেখানে অবশ্য আর তর্কে যাননি মিছিলকারীরা। ডিওয়াইএফআইয়ের তরফে জামির মোল্লা, সায়নদীপ মিত্রেরা বালিগঞ্জ সার্কুলার রোডে মায়ানমারের বাণিজ্যিক দূতাবাসে গিয়ে দাবিপত্র দিয়ে আসেন।