University Grants Commission

গবেষণায় উৎসাহ দিতে নয়া উদ্যোগ

ইউজিসির তরফে জানানো হয়েছে, গবেষণার মৌলিকতা, গবেষণা পদ্ধতি এবং সেই গবেষণার সার্বিক প্রভাব - এই বিষয়গুলি বিবেচনা করে উচ্চ মানের গবেষণাকে স্বীকৃতি দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ০৮:১৩
Share:

ইউজিসির নতুন উদ্যোগ। —ফাইল চিত্র।

দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণায় উৎসাহ দিতে ইউজিসি চালু করল 'পিএইচডি সাইটেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ডস'।

ইউজিসির তরফে জানানো হয়েছে, গবেষণার মৌলিকতা, গবেষণা পদ্ধতি এবং সেই গবেষণার সার্বিক প্রভাব - এই বিষয়গুলি বিবেচনা করে উচ্চ মানের গবেষণাকে স্বীকৃতি দেওয়া হবে। প্রতি বছর শিক্ষক দিবসে এই সম্মান জানানো হবে। এর জন্য আবেদন করা যাবে আগামী বছর ১ জানুয়ারি থেকে।

ইউজিসির এই উদ্যোগকে শিক্ষামহল থেকে স্বাগত জানানো হলেও কিছু প্রশ্ন দেখা দিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগের প্রধান কৌশিক দাস শর্মা শুক্রবার বলেন, "ভাল উদ্যোগ। তবে প্রকৃত গবেষকেরা যাতে সম্মান পান, সেই দিকে নজর দেওয়া জরুরি।" তাঁর সংযোজন, গবেষণাপত্র ‘পিয়ার রিভিউড জার্নালে’ প্রকাশ হয়েছে কিনা, এই বিষয়ে কড়া নজর রেখে বাছাই কাজ করা প্রয়োজন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম রায় এদিন বলেন,
"শুধু সেরা থিসিস এর পুরস্কার দিয়ে গবেষণাকে খুব বেশি উৎসাহিত করা যাবে না। এক দিকে গবেষণার জন্য প্রকল্পের টাকা কমছে, গবেষকদের ফেলোশিপ আসছে না, ফেলোশিপের সংখ্যা কমছে। অন্য দিকে জাতীয় শিক্ষা নীতি চালু করে বেশ কিছু অবৈজ্ঞানিক বিষয় নিয়ে গবেষণা করতে বলা হচ্ছে।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement