কর্মসূচিতে সামিল হলেন বন্ধ চটকল, চা বাগান, কয়লাখনি এবং বিড়ি শ্রমিকেরা।—নিজস্ব চিত্র।
করোনা-আবহে চিকিৎসক, নার্স-সহ যাঁরা ঝুঁকি নিয়েও জরুরি পরিষেবা দিচ্ছেন, তাঁদের অভিনন্দন জানাতে থালা বাজানোর পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার তাঁর কানে লকডাউনে বিপন্ন গরিব শ্রমজীবী মানুষের খাদ্য, মজুরি ও জীবিকার নিরাপত্তার দাবি তুলতে থালা বাজাল সিপিআই (এম-এল) লিবারেশন। দলের কর্মী-সমর্থকরা রবিবার বিভিন্ন জায়গায় দূরত্ব রেখে গান গেয়ে, থালা-বাসন বাজিয়ে কোভিড-১৯-এর সঙ্গে লড়াইয়ের উপযুক্ত সরঞ্জাম, খাদ্য এবং জীবিকার নিরাপত্তা দাবি করলেন। এই কর্মসূচিতে সামিল হন বন্ধ চটকল, চা বাগান, কয়লাখনি এবং বিড়ি শ্রমিকেরা। লিবারেশনের কেন্দ্রীয় কমিটির তরফে ২১ দফা দাবিসনদ প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে। পাশাপাশি, রাজ্যের কলেজগুলির ক্যাজুয়াল কর্মীদের বেতন না কাটার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়েছেন লিবারেশন প্রভাবিত এআইসিসিটিইউয়ের রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য।