পথে নামল ‘নাগরিক প্রতিরোধ মঞ্চ’। প্রতীকী ছবি।
রাষ্ট্রায়ত্ত নানা ক্ষেত্রের বেসরকারিকরণ, বেকারি, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার প্রতিবাদে এবং সাংবিধানিক সংস্থাগুলির নিরপেক্ষতা রক্ষার দাবিতে পথে নামল ‘নাগরিক প্রতিরোধ মঞ্চ’। এন্টালির রামলীলা পার্ক থেকে বৃহস্পতিবার হগ মার্কেট পর্যন্ত মিছিল করল তারা। কলকাতা পুরসভার কাছে সভা করে দাবিপত্র দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের দফতরে। মিছিল ও সভায় ছিলেন প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল, বিদ্যুৎ আন্দোলনের নেতা সমর সিংহ, অশোক দাস, নন্দ পাত্র প্রমুখ। উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহারে এ দিন একই দাবিতে বিক্ষোভ-সভা ও দাবিপত্র পেশ করা হয়েছে।