শ্রমিক দিবসে কাজের মাঝেই দাবিদাওয়া তুলে ধর্নায় পুর-স্বাস্থ্যকর্মীরা। —নিজস্ব চিত্র।
স্থায়ী কর্মীর স্বীকৃতি, নির্দিষ্ট বেতন কাঠামো, কোভিড-১৯ প্রতিরোধে কাজ করার জন্য উৎসাহ ভাতা ও সুরক্ষার ব্যবস্থা— শ্রমিক দিবসে এমনই এক গুচ্ছ দাবি তুলল পশ্চিমবঙ্গ পুর-স্বাস্থ্যকর্মী ইউনিয়ন। সংগঠনের রাজ্য সভানেত্রী সুচেতা কুণ্ডু এবং যুগ্ম সম্পাদিকা কেকা পাল ও পৌলমী করঞ্জাইয়ের বক্তব্য, রাজ্যের ১২৭টি পুরসভায় প্রায় ১০ হাজার স্বাস্থ্যকর্মী মাসিক ৩১২৫ টাকা বেতনে নানা গুরুদায়িত্ব পালন করছেন। এখন করোনা প্রতিরোধেও তাঁদের কাজ করতে হচ্ছে। কিন্তু তাঁদের আর্থিক অবস্থার উন্নতি ও সামাজিক সুরক্ষার জন্য নির্দিষ্ট কোনও ব্যবস্থা হচ্ছে না।