শ্রম দফতর অভিযান ২২শে

বৃহস্পতিবার, ২২ অগস্ট তাদের জমায়েত হবে রানি রাসমণি অ্যাভিনিউয়ে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৯ ০২:০৯
Share:

প্রতীকী ছবি।

ঠিকা ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ‘ন্যায্য অধিকার’ আদায়ের ডাক দিয়ে রাজ্যের শ্রম দফতর অভিযানের পথে যাচ্ছে সিটু। আগামী বৃহস্পতিবার, ২২ অগস্ট তাদের জমায়েত হবে রানি রাসমণি অ্যাভিনিউয়ে। তার পরে নব মহাকরণে শ্রম দফতর অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা হবে। বিভিন্ন প্রকল্পের ও নানা দফতরের ঠিকা শ্রমিক এবং অসংগঠিত ও পরিবহণ শ্রমিকদের অধিকার রক্ষা ও সকলের জন্য সামাজিক সুরক্ষার দাবিতে মূলত তাদের এই কর্মসূচি। সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু বলেন, ‘‘সারা দেশের সঙ্গে এই রাজ্যের নানা শিল্প-সংস্থায় ও দফতরে ঠিকা শ্রমিক নিয়োগ ক্রমাগত বাড়ছে। অথচ ওই অংশের শ্রমিকদের কোনও রকম সুযোগ-সুবিধা নেই। তাঁদের অধিকার আদায়ের জন্যই আমাদের লড়াই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement