RG Kar Protest

সিবিআই দফতরে অভিযানের ডাক

পুজোর মধ্যেই সিবিআই দফতর অভিযানের ডাক দিল ‘সিটিজেন্স ফর জাস্টিস’। কলকাতা পুলিশের তদন্তেই সিলমোহর দেওয়া হল কেন, সিবিআই জবাব দাও— এই স্লোগানকে সামনে রেখে শনিবার বিধাননগরে করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ০৫:১৫
Share:

—প্রতীকী চিত্র।

পুজোর মধ্যেই সিবিআই দফতর অভিযানের ডাক দিল ‘সিটিজেন্স ফর জাস্টিস’। কলকাতা পুলিশের তদন্তেই সিলমোহর দেওয়া হল কেন, সিবিআই জবাব দাও— এই স্লোগানকে সামনে রেখে আজ, শনিবার বিধাননগরে করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

Advertisement

নাগরিক সমাজের তরফে এই সিবিআই দফতর অভিযান ও সেখানে অবস্থানের ডাক দিয়ে আর জি কর-কাণ্ডের সঙ্গে যুক্ত ‘প্রকৃত দোষী’দের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ও সিন্ডিকেট-রাজের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement