Satyajit Biswas

বিধায়ক খুনে মুকুলকে প্রশ্ন গোয়েন্দাদের

কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎবাবু গত বছরের ৯ ফেব্রুয়ারি নদিয়ার হাঁসখালিতে নিজের বাড়ির কাছেই গুলিবিদ্ধ হয়ে খুন হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২০ ০৩:১৮
Share:

মুকুল রায়।

তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের হত্যাকাণ্ডের মামলায় বৃহস্পতিবার সিআইডি-র সামনে হাজিরা দিলেন প্রাক্তন রেলমন্ত্রী এবং অধুনা বিজেপি নেতা মুকুল রায়। প্রায় পৌনে তিন ঘণ্টা ধরে তাঁকে প্রশ্ন করা হয়।

Advertisement

কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎবাবু গত বছরের ৯ ফেব্রুয়ারি নদিয়ার হাঁসখালিতে নিজের বাড়ির কাছেই গুলিবিদ্ধ হয়ে খুন হন। পাঁচ জনকে গ্রেফতার করেন গোয়েন্দারা। পরে তিন অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেন তাঁরা। চার্জশিটে ওই ঘটনায় মুকুলবাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সিআইডি সূত্রের দাবি, ওই হত্যাকাণ্ডে মুকুলবাবুর সঙ্গে কয়েকটি ফোনের যোগসূত্র মিলেছে। সেই সব নম্বর খতিয়ে দেখেই জিজ্ঞাসাবাদ তাঁকে করা হয়েছে।

পরে মুকুলবাবু বলেন, ‘‘সিআইডি তদন্তের নামে প্রহসন চলছে। ঠিকঠাক তদন্ত হোক। সত্যজিতের হত্যাকারীরা ধরা পড়ুক। আমাকে যদি আবার ডাকে, আসব।’’ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘যত দিন তৃণমূলে ছিলেন, মুকুলবাবুর বিরুদ্ধে কোনও মামলা ছিল না। বিজেপি-তে আসতেই তাঁর বিরুদ্ধে মামলা হচ্ছে। মানুষ সবই বুঝছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement