প্রতীকী চিত্র।
রাজ্যে আরও এক চিটফান্ডের খোঁজ মিলল। কলকাতায় গ্রেফতার হলেন শান্তি সুরানা নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে সুরানা গ্রুপ ফান্ড নামের ওই সংস্থা দীর্ঘদিন ধরে প্রতারণা চক্র চালাচ্ছিল। প্রায় ন’হাজার কোটি টাকা তছরূপের অভিযোগে সংস্থার কর্ণধারকে শুক্রবার গ্রেফতার করে রাজ্যের ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্স উইং।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সংস্থা মূলত বিত্তশালী বয়স্কদের টার্গেট করত। ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ন’হাজার কোটি টাকা প্রতারণা করেছে সংস্থাটি। অভিযোগ, অল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কলকাতার একাধিক ব্যবসায়ী ও বিত্তশালীদের থেকে টাকা নিয়েছে এই চিট সংস্থা। নির্ধারিত সময়ে টাকা ফেরত চেয়ে পাননি অনেকেই। প্রতারিতদের অনেকেই এর পরে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তার জেরেই তদন্ত শুরু করে রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা।
প্রসঙ্গত বুধবারই কলকাতায় আর্থিক প্রতারণা ফাঁদ ছড়ানোর দায়ে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়েছে ‘সেভ দ্য বেয়ার ফুট’ নামের স্বেচ্ছাসেবী সংস্থার মালকিন লিজা মুখোপাধ্যায়কে। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে টাকা দ্বিগুন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা চালানো হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বেশ কয়েকজন প্রতারিত হওয়ার অভিযোগ জানাতেই তদন্ত শুরু করে পুলিশ। লিজা-সহ ১৪ জনকে গ্রেফতারের দু’দিন যেতে না যেতেই অন্য একটি চিটফান্ডের হদিশ মিলল খাস কলকাতা শহরে।