Chit fund

Protest: ফের বিক্ষোভে আমানতকারীরা

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ‘অসহযোগিতা’র প্রতিবাদে ফের পথে নামলেন আমানতকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ২৩:৫৬
Share:

ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থায় প্রতারিত আমানতকারীদের প্রতিবাদ। নিজস্ব চিত্র।

আদালতের নির্দেশ সত্ত্বেও টাকা ফেরত পাচ্ছেন না বিভিন্ন ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থায় প্রতারিতেরা। এই অভিযোগকে সামনে রেখে এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ‘অসহযোগিতা’র প্রতিবাদে ফের পথে নামলেন আমানতকারীরা। ‘অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ডাকে বুধবার অবরোধ এবং বিক্ষোভ হল জেলায় জেলায়। সংগঠনের রাজ্য সভাপতি রূপম চৌধুরীর বক্তব্য, টাকা ফেরতের ঘোষণা এবং সরকার সেই মর্মে পদক্ষেপ না করলে জুলাই মাসে বহু মানুষকে নিয়ে কলকাতা অভিযান হবে। তার জেরে শহর অচল হয়ে গেলে তার দায় দুই সরকারকেই নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement