মৃত ছাত্রীর টালিগঞ্জের বাড়িতে মন্ত্রী অরূপ বিশ্বাস। সংগৃহিত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য। তার মধ্যেই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ঘটে গিয়েছে বাংলারই এক ছাত্রীর মৃত্যুর ঘটনা। সেই ঘটনায় এ বার তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার সকালে মৃত ছাত্রী রীতি সাহার টালিগঞ্জের বাড়িতে যান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানেই তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।
সেখান থেকেই মুখ্যমন্ত্রীকে ফোন করেন অরূপ। তাঁর ফোনেই পরিবারের সদস্যদের মুখ্যমন্ত্রী কথা বলেন। ছাত্রীর পরিবার মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করে, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। ঠিক কী ঘটেছিল, তা-ও জানতে চান মুখ্যমন্ত্রী। পরে মৃত ছাত্রীর বাবা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা সব কিছুই জানিয়েছি। তিনি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে এই ঘটনার সিআইডি তদন্তের আশ্বাস দিয়েছেন।’’ তাঁর আরও দাবি, প্রয়োজনে রাজ্য থেকে একটি প্রতিনিধিদল বিশাখাপত্তনম গিয়ে ঘটনার তদন্ত করব
ছাত্রীর পরিবারের দাবি, নিট পরীক্ষার প্রস্তুতি নিতে মেয়েকে বিশাখাপত্তনম পাঠানো হয়েছিল। সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশুনো করছিলেন রীতি। ১৪ জুলাই বিশাখাপত্তনম থেকে রীতির পরিবারকে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানের চারতলার ছাদ থেকে পড়ে গিয়েছেন তিনি। যদিও, পরে ওই প্রতিষ্ঠানের ওয়ার্ডেন জানান, ছাদ থেকে নয়, সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন ওই ছাত্রী। দুর্ঘটনার কথা জেনেই বিশাখাপত্তনম রওনা দেয় পরিবার। পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর ন্যূনতম চিকিৎসা পাননি রীতি। পরে তাঁকে পরিবারের উদ্যোগে অন্য হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই ১৬ তারিখ মারা যান রীতি।
পরিবারের সঙ্গে সাক্ষাতের পর মন্ত্রী অরূপ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নিজে কথা বলে পরিস্থিতির কথা জেনেছেন। সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। প্রয়োজনে পুলিশ বিশাখাপত্তনম গিয়ে ঘটনার তদন্ত করবে।’’