Chhatra Parishad's Rally

ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল

ডাক্তারির ছাত্রীর নিহত হওয়ার পরে কে বা কারা আত্মহত্যার তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছিলেন, কেন দ্রুত দেহের সৎকার করা হল, এমন নানা প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৭
Share:

কলকাতা জেলা ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল। কলেজ স্ট্রিটে। —নিজস্ব চিত্র।

আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে এবং তৃণমূল কংগ্রেস আশ্রিত ‘গুন্ডা-বাহিনী’র হাতে সাধারণ মানুষের হেনস্থার অভিযোগ তুলে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করল ছাত্র পরিষদ। সংগঠনের কলকাতা জেলার সভাপতি দেবজ্যোতি দাসের নেতৃত্বে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কলেজ স্ট্রিট মোড় পর্যন্ত মিছিল ছিল। ডাক্তারির ছাত্রীর নিহত হওয়ার পরে কে বা কারা আত্মহত্যার তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছিলেন, কেন দ্রুত দেহের সৎকার করা হল, এমন নানা প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করারও দাবি জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement