Chhatra Parishad

Chhatra Parishad: মহাজাতি সদনেই সভা ছাত্র পরিষদের

প্রথমে টালবাহানা করলেও শেষ পর্যন্ত মহাজাতি সদনে অনুষ্ঠান করার সম্মতি দিয়েছেন কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ০৬:৩৫
Share:

প্রতীকী চিত্র।

তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কংগ্রেসের ছাত্র পরিষদ অবশ্য আজ, শনিবার কোভিড-বিধি মেনে মহাজাতি সদনে তাদের ৬৮তম প্রতিষ্ঠা দিবসের সভা করবে। প্রথমে টালবাহানা করলেও শেষ পর্যন্ত মহাজাতি সদনে অনুষ্ঠান করার সম্মতি দিয়েছেন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে কংগ্রেসের সর্বভারতীয় ছাত্র সংগঠন এনএসইউআই-এর জাতীয় সভাপতি নীরজ কুন্দন এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বের উপস্থিত থাকার কথা। সচরাচর মহাজাতি সদনেই দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠা দিবস পালন করে ছাত্র পরিষদ আর তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ হয় গাঁধী মূর্তির নীচে। শাসক দলের যে অনুষ্ঠান এ বার ভার্চুয়াল হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement