Contai Cooperative Election

শুভেন্দুর পাড়ায় উত্তেজনা সমবায় ভোটে! ভোটারদের ধরে টানাটানি, হাতাহাতি তৃণমূল-বিজেপিতে

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাড়া কাঁথির জাতীয় বিদ্যালয়ের সামনে ভোটারদের ধরে টানাটানির অভিযোগকে কেন্দ্র করে ঝামেলায় জড়িয়ে পড়ে বিজেপি-তৃণমূলের কর্মীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৩:৫০
Share:

—নিজস্ব চিত্র।

চাপা উত্তেজনার আবহে শনিবার সকাল থেকে কাঁথির কৃষি ও গ্রামোন্নয়ন সমবায় ব্যাঙ্কের ভোট শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাড়া কাঁথির জাতীয় বিদ্যালয়ের সামনে ভোটারদের ধরে টানাটানির অভিযোগকে কেন্দ্র করে ঝামেলায় জড়িয়ে পড়ে বিজেপি-তৃণমূলের কর্মীরা। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী এলাকায় এসে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

শনিবার সকাল ৯টা থেকে কাঁথির কৃষি সমবায় ব্যাঙ্কে ভোটগ্রহণ শুরু হয়। তার কিছু পরেই কাঁথি জাতীয় বিদ্যালয়ের সামনে ভোটারদের থেকে পরিচয়পত্র কেড়ে নেওয়ার অভিযোগ তোলে বিজেপি। বিজেপির দাবি, বুথে যাওয়ার পথে বিরোধী দলের ভোটারদের পরিচয়পত্র কেড়ে নিচ্ছে তৃণমূল। এমনকি বিজেপির ক্যাম্পে ঢুকে তৃণমূলের লোকেরা হামলাও চালিয়েছেন বলে অভিযোগ। এর জেরেই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে দুই দলের কর্মীরা। তৃণমূল নেতা তথা কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরিকেও বিজেপির ক্যাম্পের দিকে তেড়ে যেতে দেখা যায়। যদিও ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা তাঁকে শান্ত করে এলাকা থেকে সরিয়ে দেন।

কাঁথি পুরসভার বিজেপি কাউন্সিলার তাপস দলুইয়ের অভিযোগ, ‘‘বুথে যাওয়ার পথে ভোটারদের পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছিল। আমরা অভিযোগ পেয়েই ছুটে আসি। সেই সময় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী দাঁড়িয়ে থাকলেও তারা কোনও পদক্ষেপ করেনি।” তাপসের দাবি, ‘‘পঞ্চায়েত ও পুরসভা ভোটের মতোই সমবায় ব্যাঙ্কের ভোটেও গা-জোয়ারি করে জিততে চাইছে তৃণমূল। আমি কাউন্সিলার হলেও আমাকে এলাকায় যেতে বাধা দেওয়া হচ্ছে। অথচ তৃণমূলের পুরসভার চেয়ারম্যান-সহ নেতা-কর্মীরা বুথের সামনে দাপট দেখাচ্ছে। পুলিশ নির্বিকার।’’

Advertisement

তবে বিজেপির দাবিকে নস্যাৎ করে কাঁথির তৃণমূল নেতৃত্বের দাবি, কাঁথি সমবায়ের ভোটেও ভরাডুবি হবে বিজেপির। সেই আশঙ্কা থেকেই ভোট শুরু হওয়ার পর ঝামেলা পাকানোর চেষ্টা চালাচ্ছে। তবে খেজুরি, কাঁথি-সহ কোনও জায়গাতেই বিজেপি বিশেষ সুবিধে করতে পারবে না বলে দাবি তৃণমূলের। এই নির্বাচনেও ব্যাপক ব্যবধানে বিজেপি ধরাশায়ী হবে বলে তৃণমূল নেতৃত্বেরা জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement