Balurghat

ব্যবসায়ীদের টিকাকরণ নিয়ে বিশৃঙ্খলা বালুরঘাটে, স্বজনপোষণের অভিযোগ একাংশের বিরুদ্ধে

বুধবার থেকে ব্যবসায়ীদের প্রথম টিকা দেওয়ার কাজ শুরু হয় বালুরঘাটে। বাজারের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে টিকা দেওয়া হচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ২৭ মে ২০২১ ১৭:৪৪
Share:

—নিজস্ব চিত্র।

Advertisement

স্থানীয় ব্যবসায়ীদের টিকাকরণ নিয়ে চরম বিশৃঙ্খলা বালুরঘাটে। টিকা না পাওয়ায় অনেকেই ক্ষুব্ধ। বিক্ষোভও দেখান ব্যবসায়ীদের একাংশ। বিক্ষোভ চরম আকার নেয়, এক সময়ে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। শেষে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

বুধবার থেকে ব্যবসায়ীদের প্রথম টিকা দেওয়ার কাজ শুরু হয় বালুরঘাটে। বাজারের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে টিকা দেওয়া হচ্ছিল। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, কিছু ব্যবসায়ীর পরিবারের লোকজন এসে ভিড় করায় প্রকৃত ব্যবসায়ীরা টিকা পাচ্ছেন না। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। ক্রমেই তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। বন্ধ হয়ে যায় টিকাকরণ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বালুরঘাট থানার পুলিশ। সমিতির কিছু সদস্যের বিরুদ্ধে যে স্বজনপোষণের অভিযোগ উঠেছে, তা অস্বীকার করেছেন বালুরঘাট ব্যবসায়ী সমিতির সম্পাদক সম্পাদক হরেরাম সাহা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement