Chandranath Sinha

ছেলের ফোন পেয়েই বাড়ি ছুটলেন চন্দ্রনাথ

লোকসভা ভোটে দলের বিভিন্ন কর্মসূচিতে কয়েক দিন ধরে ব্যস্ত বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ। বুধবার নলহাটি ২ ব্লকে কর্মীদের সঙ্গে বৈঠক শেষে নিজের গ্রামের বাড়ি, পাইকর থানার কলহপুরে পৌঁছন তিনি।

Advertisement

তন্ময় দত্ত 

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ০৬:৩০
Share:

পাইকরের কলহপুর গ্রামের বাড়ি থেকে বোলপুরের উদ্দেশে চলেছেন চন্দ্রনাথ সিংহ। শুক্রবার। নিজস্ব চিত্র —নিজস্ব চিত্র।

সকালে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তকারীরা তাঁর বাড়িতে হাজির হন, তিনি ছিলেন নিজের গ্রামের বাড়িতে। বাড়িতে ইডি এসেছে— ছেলের ফোনে ‌খবর পেয়েই সংগঠনের সব কাজ ফেলে বোলপুরে ছোটেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প এবং বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

Advertisement

লোকসভা ভোটে দলের বিভিন্ন কর্মসূচিতে কয়েক দিন ধরে ব্যস্ত বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ। বুধবার নলহাটি ২ ব্লকে কর্মীদের সঙ্গে বৈঠক শেষে নিজের গ্রামের বাড়ি, পাইকর থানার কলহপুরে পৌঁছন তিনি। বৃহস্পতিবার সেখান থেকেই মুরারই ১ ও ২ ব্লকের কর্মীদের নিয়ে বৈঠক করেন। শুক্রবারও সকাল দশটার সময় মুরারই ২ ব্লকের কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল।

এলাকার তৃণমূল কর্মীরা জানান, এ দিন সকালে কর্মীরা মন্ত্রীর বাড়িতে আসতে শুরু করেন। খোশমেজাজেই ছিলেন মন্ত্রী। সকাল সাড়ে ন’টা নাগাদ বোলপুরের বাড়ি থেকে ছোট ছেলের ফোন আসে তাঁর কাছে। ছেলে বলে, ‘‘বাড়িতে ইডির রেড হয়েছে। আমার পরীক্ষা আছে, তাড়াতাড়ি বাড়ি এসো।’’ সেই ফোন পেয়ে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় মন্ত্রী। পরে তিনি জানান, তাঁকে এখনই বোলপুরের জন্য বেরোতে হবে। বড় ছেলেকে ডেকে তিনি সমস্ত ঘটনা বলেন।

Advertisement

কিছু পরেই কলহপুরের বাড়ি থেকে বোলপুরের উদ্দেশে রওনা দেন মন্ত্রী। পথে তাঁকে এই অভিযান নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘‘জ্ঞানত কোনও অন্যায় করিনি। কেন ইডি অভিযানে এসেছে, আমি জানি না। নিয়োগ দুর্নীতিতে আমি কোনও ভাবেই জড়িত নই। ইডি-র সব প্রশ্নের উত্তর ও সহযোগিতা করার জন্য বোলপুর যাচ্ছি। অন্যায় করলে যেতাম না।”

এ দিকে, মন্ত্রীর বাড়িতে ইডির অভিযানের ফলে এ দিনের সমস্ত বৈঠক ছিল বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের মুরারই ১ ব্লক সভাপতি বিনয় ঘোষ। তাঁর দাবি, “ভোটের আগে বিজেপি ভয় দেখানোর জন্য এই অভিযান চালাচ্ছে। আমাদের বিশ্বাস, মন্ত্রী দুর্নীতির সঙ্গে যুক্ত নন।” যদিও বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার কটাক্ষ, ‘‘যেমন কর্ম তেমন ফল। বেকার যুবক যুবতীদের চাকরি চুরি করলে তদন্ত হবে, এটাই স্বাভাবিক। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement