Christmas 2024

বড়দিনেও জাঁকিয়ে শীতের আশা কম

আবহবিদেরা জানান, উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তার জেরে উত্তুরে হাওয়া আপাতত দুর্বল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৬
Share:

বড়দিনে পার্ক স্ট্রিটে। —ফাইল চিত্র।

শীত-শীত ভাব আছে, উত্তুরে হাওয়া নেই। সৌজন্য পৌষের অকালবর্ষণ।

Advertisement

শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের একাংশে। শনিবার দিনভরই বৃষ্টি মিলেছে। তার জেরে দিনের বেলা স্যাঁতস্যাঁতে শীত মিললেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের অনেক উপরে উঠে গিয়েছে। হাওয়া অফিসের খবর, আজ, রবিবার থেকে বৃষ্টি বন্ধ হলেও পারদ স্বাভাবিকের নীচে নামতে দিন কয়েক লাগবে। আকস্মিক কোনও পরিবর্তন না হলে বড়দিনে অন্তত শীতের কাঁপুনি থেকে বঞ্চিত থাকবেন গাঙ্গেয় বঙ্গের কয়েকটি জেলার মানুষজন। তবে উত্তরবঙ্গের পাহাড় এবং লাগোয়া জেলাগুলিতে শীতের দাপট থাকবে বলেই মনে
করছেন আবহবিদেরা।

আবহবিদেরা জানান, উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তার জেরে উত্তুরে হাওয়া আপাতত দুর্বল। এ দিকে বঙ্গোপসাগরে উপস্থিত গভীর নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে। সেই বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি করছে। আজ, রবিবার বৃষ্টি বন্ধ হলেও কলকাতা ও লাগোয়া জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে।

Advertisement

মৌসম ভবনের একটি সূত্র বলছে, ২৬ ডিসেম্বর নাগাদ একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে হাজির হবে। তার প্রভাবে সেখানে দিন দুয়েক সমতলে বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে। সেই ঝঞ্ঝা কাটলে এক দফা শীতের দাপট মিলতে পারে পূর্ব ভারতে।

আলিপুর আবহাওয়া দফতরের খবর, এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি, স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল ২১. ১ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। গাঙ্গেয় বঙ্গের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। তবে পুরুলিয়া, ঝাড়গ্রামে এখনও তুলনায় শীত বেশি। উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সে শীতের দাপট আছে। তরাইয়ের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১০-১২ ডিগ্রির মধ্যে আছে। দার্জিলিঙের তাপমাত্রা নেমেছে সাড়ে চার ডিগ্রি সেলসিয়াসে। গৌড়বঙ্গের জেলাগুলিতে শীতের দাপট আগের থেকে কমেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement