India vs Pakistan cricket

‘ভারতে খেলার ইচ্ছাও নেই’, বিশ্বকাপের আগে বলে দিলেন পাক ওপেনার

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, আগামী কয়েক বছর ভারত এবং পাকিস্তান একে অপরের দেশে খেলতে যাবে না। কিন্তু পাকিস্তানের ওপেনার গুল ফিরোজা ভারতে কখনও খেলতে যেতেই রাজি নন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৩:৪৩
Share:
India vs Pakistan

মহিলা ক্রিকেটে ভারত-পাকিস্তান। —ফাইল চিত্র।

এই বছর মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ হবে ভারতে। কিন্তু পাকিস্তান আসবে না খেলতে। তাদের ম্যাচগুলি অন্য কোনও দেশে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, আগামী কয়েক বছর ভারত এবং পাকিস্তান একে অপরের মাটিতে খেলতে যাবে না। কিন্তু পাকিস্তানের ওপেনার গুল ফিরোজা ভারতে কখনও খেলতে যেতেই রাজি নন।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয়েছে। ২০১২ থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ। আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রতিযোগিতায় শুধু একে অপরের বিরুদ্ধে খেলে তারা। মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলি শ্রীলঙ্কা বা দুবাইয়ে হবে। সেই প্রসঙ্গে ফিরোজা বলেন, “আমরা এটা জানি ম্যাচগুলো এশিয়ার কোনও দেশেই খেলব। এটা পরিষ্কার যে আমরা ভারতে খেলব না। ভারতে খেলার কোনও ইচ্ছাও নেই। এশিয়ার সব দেশের পরিবেশ প্রায় একই রকম। যোগ্যতা অর্জন পর্ব ঘরের মাঠে ছিল। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। তাই এশিয়ার যে দেশেই খেলা হোক, আমরা তৈরি।”

ভারতীয় ক্রিকেট বোর্ডও আইসিসিকে চিঠি দেওয়ার কথা ভাবছে বলে জানা গিয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল। যা জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আইসিসির কাছে চিঠি দিয়ে আর্জি জানানো হবে, যেন কোনও বিশ্বকাপেই আর পাকিস্তানের সঙ্গে ভারতকে একই গ্রুপে রাখা না হয়।

Advertisement

বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্ল এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, “কেন্দ্রের পরামর্শ মেনে কাজ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কেন্দ্রের নির্দেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ় বন্ধ। এ বার আইসিসির প্রতিযোগিতায় ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে কি না সেটা আইসিসির উপরেই নির্ভর করবে। এখন পরিস্থিতি কী সেটা আইসিসি ভাল করেই জানে।” ঘটনা হল, এখন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। ফলে, ভারতীয় বোর্ড যদি সত্যিই আইসিসিকে চিঠি দেয়, তা নিয়ে অবশ্যই ভাববে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement