যাদবপুরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে রাজ্যপাল। — ফাইল চিত্র।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডাকলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকাল ১০টা ৪০ মিনিটে রাজভবনে সেই বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে কী আলোচনা হবে, তা জানা না গেলেও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবেন আচার্য বলে সূত্রের খবর। বৈঠকে ডাক পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও।
এর আগে রাজভবনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠক ডেকেছিলেন আচার্য। রাজ্যপাল নিজের বাসভবনে এ ভাবে বিশ্ববিদ্যালয়ের বৈঠক ডাকতে পারেন কি না, তা নিয়ে বিতর্কও হয়েছিল। যদিও কোর্ট মিটিং রাজভবনেই হয়। সেখানে কিছু সিদ্ধান্ত নেন আচার্য তথা রাজ্যপাল। তার মধ্যে উল্লেখযোগ্য, অ্যান্টি র্যাগিং কমিটি গঠন। যা শুধু যাদবপুর নয়, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এ ছাড়াও যাদবপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়েও বিশদে আলোচনা হয়। তার পরেই নতুন ভিসি নিয়োগ করেন আচার্য। সেই পর্ব শেষে বৃহস্পতিবার আবার বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক তলব করলেন আচার্য সিভি আনন্দ বোস।
আচার্যের তলব পেয়ে রাজভবনে পৌঁছন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদ্য ভার নেওয়া অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। উল্লেখযোগ্য ভাবে রাজভবনের ফটক দিয়ে প্রবেশ করতে দেখা গিয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কেও। তিনি আচার্যের তৈরি করে দেওয়া অ্যান্টি র্যাগিং কমিটির মাথায় রয়েছেন। ফলে মনে করা হচ্ছে, রাজভবনের বৈঠকে র্যাগিং নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।