Jangalmahal

জঙ্গলমহল থেকে বাহিনী প্রত্যাহারের পথে কেন্দ্র

প্রশাসনিক সূত্রের দাবি, জঙ্গলমহলে প্রায় ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তার মধ্যে পুরুলিয়ায় এক কোম্পানি করে নাগা বাহিনী প্রত্যাহার করার বিষয়ে মনস্থির করেছে কেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ০৩:৩৯
Share:

ফাইল চিত্র।

মাওবাদী উপদ্রব নেই। তাই জঙ্গলমহল থেকে বাহিনী তোলার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। এতে রাজ্যের আপত্তিতে কেন্দ্র কর্ণপাত না-ও করতে পারে বলে মনে করছে প্রশাসনের একাংশ। তবে বাহিনী প্রত্যাহারের সময় নিয়ে প্রশ্ন তুলছেন আধিকারিকদের অনেকেই।

Advertisement

প্রশাসনিক সূত্রের দাবি, জঙ্গলমহলে প্রায় ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তার মধ্যে পুরুলিয়ায় এক কোম্পানি করে নাগা বাহিনী প্রত্যাহার করার বিষয়ে মনস্থির করেছে কেন্দ্র। তাদের যুক্তি, মাওবাদী দৌরাত্ম্য এখন না থাকায় সেখানে বাহিনী ফেলে রাখার প্রয়োজন নেই। রাজ্যের প্রশাসনিক কর্তাদের একাংশের বক্তব্য, মাওবাদী দৌরাত্ম্য না থাকার যুক্তিতে বাহিনী প্রত্যাহার করে নিলে এলাকাগুলি পুরোপুরি অরক্ষিত হয়ে যাবে। অন্য রাজ্য থেকে সংশ্লিষ্ট এলাকাগুলিতে মাওবাদীরা ঢুকেও পড়তে পারে। সেই দিক থেকে এই ভাবে কিছু কিছু করে বাহিনী প্রত্যাহার করা যুক্তিযুক্ত নয়। সংশ্লিষ্ট মহলের আরও যুক্তি, পরিস্থিতি অনুকূল থাকলে আগামী বছর বিধানসভা নির্বাচন হবে। তার আগে এলাকাগুলিকে অরক্ষিত করে রাখলে আইনশৃঙ্খলার সমস্যা বাড়তে পারে। পুলিশ সূত্রের খবর, সেই কারণে বাহিনী প্রত্যাহার না করার আর্জি জানিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করছে রাজ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement