Worker's Protest

শিল্পে ‘বঞ্চনা’, সরব গণমঞ্চ

শুক্রবার সরব হয়েছে নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও গণমঞ্চ’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ০৬:১০
Share:

গণ-সম্মেলনও ডাকা হতে পারে বলে জানিয়েছেন মঞ্চের নেতৃত্ব। —প্রতীকী চিত্র।

বাংলা-সহ বিরোধীদের শাসিত রাজ্যগুলিকে রাষ্ট্রায়ত্ত শিল্প-ক্ষেত্রে বঞ্চনা করছে কেন্দ্র, এই অভিযোগে শুক্রবার সরব হয়েছে নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও গণমঞ্চ’। সেল-এর আরএমডি বিভাগ কলকাতা থেকে তুলে দেওয়া, কলকাতা ও হলদিয়া বন্দর বন্ধের ‘অপচেষ্টা’র মতো নানা অভিযোগ করে গণমঞ্চের দাবি, বাংলায় থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পগুলিকে অনেক ক্ষেত্রেই বন্ধ, অন্য রাজ্যে স্থানান্তর, সঙ্কুচিত করার মতো পদক্ষেপ করছে কেন্দ্র। পাশাপাশি, রেল-সহ বিভিন্ন নানা ক্ষেত্রে বেসরকারি পুঁজির প্রবেশের বিরোধিতা করেছেন গণমঞ্চের নেতৃত্ব। পূর্ব রেল, দমদম বিমানবন্দর, জেসপ, জীবনবিমা নিগম-সহ ১৬টি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মচারী, ঠিকাশ্রমিকদের সংগঠনের নেতৃত্ব এ দিন কেন্দ্রের শিল্প-নীতির বিরুদ্ধে সরব হয়ে শ্রমিকের স্বার্থ-রক্ষার আহ্বান জানিয়েছেন। মঞ্চের তরফে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর বক্তব্য, “কেন্দ্র প্রচলিত শ্রম আইন মানছে না। কর্ম-সুরক্ষার প্রশ্নে শ্রমিকেরা বঞ্চিত হচ্ছেন। নানা কায়দায় বেসরকারিকরণের নামে জলের দরে সব কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে।” আগামী দিনে, এই বিষয়ে একটি গণ-সম্মেলনও ডাকা হতে পারে বলে জানিয়েছেন মঞ্চের নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement