Mamata Banerjee

মমতাকে উৎখাতে ব্যস্ত কেন্দ্র: পার্থ

রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীদের তোলা অভিযোগের জবাব নিয়ে নেমে পড়ল তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২০ ০২:৪৪
Share:

ফাইল চিত্র।

কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে চাইছে বলে অভিযোগ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, গভীর সংকটের সময় রাজ্যকে আর্থিক ভাবেও চূড়ান্ত অসহযোগিতা করেছে দিল্লি।

Advertisement

রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীদের তোলা অভিযোগের জবাব নিয়ে নেমে পড়ল তৃণমূল। শুক্রবারই দলের নেতা-মন্ত্রীদের এই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই শনিবার বিজেপি সহ বিরোধীদের পাল্টা আক্রমণ করেন পার্থবাবু। তিনি বলেন, ‘‘এই অর্থকষ্টের
মধ্যেও মুখ্যমন্ত্রী রাজ্যের সব মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করেছেন। করোনা ও আমপানের মতো দুর্যোগের মধ্যেও রাজ্যে কেউ নিরন্ন নেই। অথচ বিজেপি সহ বিরোধীরা তাঁকে খাটো করে দেখাতে ব্যস্ত। মমতাকে ক্ষমতা থেকে সরাতে কেন্দ্রীয় সরকার নানা ভাবে চেষ্টা চালাচ্ছে।’’

এই জোড়া সংকটের সময় তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের ভূমিকা উল্লেখযোগ্য বলে দাবি করেন পার্থবাবু। তবে বেহালার পূর্বের বিধায়ক তথা ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। বেহালা পশ্চিমের বিধায়ক পার্থবাবু তাঁর নাম না করে বলেন, ‘‘তাঁর অবস্থান কী জানি না। তবে তাঁর ওয়ার্ডে এই কাজ করেছেন রত্না চট্টোপাধ্যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement