CITU

রাষ্ট্রায়ত্ত সংস্থা নিয়ে প্রতিবাদে ট্রেড ইউনিয়ন

বার্নপুরের ইস্কো এবং দুর্গাপুরের ডিএসপি, দুই ইস্পাত কারখানায় কাঁচামাল সরবরাহকারী বিভাগ আরএমডি গুটিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ০৬:০৫
Share:

প্রতীকী ছবি।

রাজ্যে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার ঝাঁপ বন্ধ করে দেওয়া বা বেসরকারিকরণের যে পথে কেন্দ্রীয় সরকার এগোচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় যাচ্ছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। সিটুর রাজ্য দফতর শ্রমিক ভবনে আজ, মঙ্গলবার ইউনিয়নগুলির বৈঠক ডাকা হয়েছে। সেল-সহ সংশ্লিষ্ট সংস্থার দফতরে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিতে পারে শ্রমিক সংগঠনগুলি। সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘করোনা পরিস্থিতি এবং কার্যত লকডাউনের মধ্যে বড় কর্মসূচি নেওয়া অসুবিধাজনক। কিন্তু রাজ্য ও শ্রমিক কর্মচারীদের স্বার্থে প্রয়োজনে কিছু ঝুঁকি নিয়েই আন্দোলনের পথে যেতে হতে পারে আমাদের।’’

Advertisement

বার্নপুরের ইস্কো এবং দুর্গাপুরের ডিএসপি, দুই ইস্পাত কারখানায় কাঁচামাল সরবরাহকারী বিভাগ আরএমডি গুটিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। ওই সিদ্ধান্ত রদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, সরব হয়েছে তৃণমূল। সিটুর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সিপিএমের পলিটবুরো সদস্য তপন সেনও কেন্দ্রীয় স্তরে বিষয়টি তুলেছেন। সিটুর রাজ্য সম্পাজক অনাদিবাবু ও রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় সোমবার কলকাতায় অভিযোগ করেছেন, সাম্প্রতিক কালে এ রাজ্যে বেঙ্গল কেমিক্যাল-সহ একাধিক সংস্থায় একই চেষ্টা হয়েছে। অ্যালয় স্টিল বা ব্রিজ অ্যান্ড রুফ-এর মতো সংস্থায় বিলগ্নিকরণের উদ্যোগ রুখে দেওয়া হয়েছে আন্দোলনের জোরে। অনাদিবাবুদের দাবি, ‘‘নতুন শিল্প বা কর্মসংস্থান তো হচ্ছেই না। যে সংস্থা চালু রয়েছে, তাকেও বন্ধ করার চেষ্টা হচ্ছে। এর সর্বাত্মক প্রতিবাদ হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement