বেসরকারি সংস্থার ধাঁচে কেন্দ্রীয় পূর্ত দফতরকে পরিচালনা করার ভাবনা শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছেন ওই সংস্থার কর্মীরা। তাঁদের দাবি, কেন্দ্রীয় সচিবদের নিয়ে গঠিত কমিটি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এমনই প্রস্তাব দিয়েছে। সেখানে ওই দফতরের ‘কর্পোরেটাইজেশন’-এর কথা বলা হয়েছে। এর প্রতিবাদে সংস্থার পূর্বাঞ্চলীয় সদর দফতর নিজাম প্যালেসে কর্মীরা মঙ্গলবার বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, কেন্দ্রকে এই পরিকল্পনা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
কেন্দ্রীয় পূর্ত বিভাগের কর্মী এবং অফিসারদের একাধিক সংগঠনের যৌথ মঞ্চের আহ্বায়ক সুরজপ্রসাদ ওঝার এ দিন অভিযোগ জানান, কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন (এনবিসিসি)-এর ধাঁচে সম্প্রতি কেন্দ্রীয় পূর্ত দফতর চালানোর পরিকল্পনা শুরু হয়েছে। দফতরকেও পুরোদস্তুর পুনর্গঠনের পরিকল্পনা করা হয়েছে। দফতরের অনেক কাজের বরাত ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে এনবিসিসি-কে।
কেন্দ্রীয় পূর্ত দফতর মূলত অধিকাংশ সরকারি ভবনের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজকর্ম করে থাকে। রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ ভবন, ভারত-পাক কিংবা ভারত-চিন সীমান্ত এলাকায় বিভিন্ন নির্মাণের রক্ষণাবেক্ষণ এবং নতুন প্রকল্পের কাজের বরাত পেয়ে থাকে কেন্দ্রীয় পূর্ত দফতর। দফতরে প্রায় ৩২ হাজার কর্মী ও বহু ঠিকা শ্রমিক রয়েছেন বলে পূর্ত দফতর সূত্রের খবর।