Awas Yojana

Awas Yojana: আবাস যোজনা নিয়ে ফের বাংলাকে নিশানা কেন্দ্রের

প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গের জন্য ৩৭,৯৯,৫০৫টি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র। কিন্তু কত বাড়ি তৈরি হয়েছে, সেই রিপোর্ট বঙ্গের কাছ থেকে আসেনি বলে দাবি করেছেন গিরিরাজ। যদিও রাজ্য সরকারের দাবি, তারা যা করেছে, তা নিয়মের মধ্যে থেকেই করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ০৬:৩৬
Share:

ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজের নামে চালাচ্ছে বলে ফের সরব বিজেপি নেতৃত্ব। আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের গতি সবচেয়ে শ্লথ পশ্চিমবঙ্গ ও ছত্তীসগঢ়ে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে রাজ্যের প্রকল্প বলে চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Advertisement

গত ৬ এপ্রিল দলের প্রতিষ্ঠা দিবসের দিন থেকে পরবর্তী দু’সপ্তাহ কেন্দ্রের নানা জনমুখী প্রকল্পের বিষয়ে আমজনতাকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতৃত্ব। আজ পালা ছিল গ্রামোন্নয়ন মন্ত্রকের। আজ দলীয় মঞ্চ থেকে গিরিরাজ দাবি করেন, গত কয়েক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে সবথেকে খারাপ ফল করেছে ছত্তীসগঢ় ও পশ্চিমবঙ্গ। সেই তুলনায় যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর থেকে উল্লেখজনক ভাবে ভাল কাজ হয়েছে সে রাজ্যে। গরিব মানুষকে ঘর দেওয়ার প্রশ্নে অতীতের সরকারের কাজের গতিও মন্থর, দাবি করেছেন গিরিরাজ। তিনি বলেন, ‘‘গত ষাট বছরে ইন্দিরা আবাস যোজনায় ৩.২ কোটি বাড়ি তৈরি হয়েছিল। কিন্তু সেই তুলনায় গত আট বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এলাকায় ২.৫২ কোটি ও শহুরে এলাকায় ৫৮ লক্ষ বাড়ি তৈরি হয়েছে।’’

আজ পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও বিস্তারিত ভাবে সরব হন গিরিরাজ। কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যের প্রকল্প হিসাবে তুলে ধরা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরেই সরব বিজেপি সাংসদেরা। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার নিজের প্রকল্প বলে চালাচ্ছে বলে একাধিক অভিযোগ জমা পড়েছে কেন্দ্রের ঘরে। যে অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আজ পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে গিরিরাজ বলেন, ‘‘যা মনে হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বাইরে গিয়ে কাজ করতে চাইছে। রাজ্যে অব্যবস্থার পরিবেশ তৈরি হয়েছে। এ নিয়ে একাধিক অভিযোগ কেন্দ্রের ঘরে জমা পড়েছে। মন্ত্রকের রাজ্যকে চিঠি দিয়ে বলেছে, যে প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে, সেখানেই যেন তা খরচ হয়।’’ সম্প্রতি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ লোকসভায় অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের নামে কার্যত লুঠ চলছে রাজ্যে। প্রকৃত উপভোক্তারা কোনও ফায়দা পাচ্ছেন না পশ্চিমবঙ্গে। আজ কার্যত সেই সূত্র ধরেই গিরিরাজ বলেন, ‘‘ওই প্রকল্প গরিবদের জন্য। তাই রাজ্যকে বলা হয়েছে, ওই প্রকল্পের ফায়দা যেন যেন প্রকৃত গরিব মানুষেরাই পান।’’

Advertisement

প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গের জন্য ৩৭,৯৯,৫০৫টি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র। কিন্তু কত বাড়ি তৈরি হয়েছে, সেই রিপোর্ট বঙ্গের কাছ থেকে আসেনি বলে দাবি করেছেন গিরিরাজ। যদিও রাজ্য সরকারের দাবি, তারা যা করেছে, তা নিয়মের মধ্যে থেকেই করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement