সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
এসেছিলেন সাহিত্য-সংস্কৃতি উৎসবের উদ্বোধনে। হলদিয়ায় সেই অনুষ্ঠান শেষে কড়া ভাষায় জাতীয় নাগরিক পঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইনের সমালোচনা করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সরাসরি বললেন, ‘‘এনআরসি চাই না।’’
শুক্রবার হলদিয়া টাউনশিপে ছিল বিশ্ব-বাংলা সংস্কৃতি ও সাহিত্য উৎসবের উদ্বোধন। আয়োজক স্থানীয় একটি পত্রিকা। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শীর্ষেন্দুবাবু। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘নাগরিকত্ব আইনের নামে যে সব কাগজপত্র চাওয়া হচ্ছে, তা মানুষকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সব মিলিয়ে জটিল পরিস্থিতি। মাথা গোঁজার ঠাঁই এবং অস্তিত্বের লড়াই করছেন মানুষ। বেঁচে থাকার অধিকারটুকুই কেড়ে নেওয়া হচ্ছে।’’
ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে অনুপ্রবেশের সমস্যা রয়েছে স্বীকার করেও প্রবীণ এই সাহিত্যিকের মত, কেন্দ্রীয় সরকার এই আইন জোর করে চাপিয়ে দিচ্ছে।
১৭ থেকে ১৯ জানুয়ারি তিন দিন এই উৎসব চলবে। শুক্রবার উৎসবের সূচনা করেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। দেশ-বিদেশের শতাধিক কবি উৎসবে যোগ দিয়েছেন।