রাজ্যের তিন জেলায় পানীয় জল সরবরাহ প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাঙ্কের প্রায় ২৩০০ কোটি টাকা ঋণ প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। একই সঙ্গে পানীয় জলে আর্সেনিক ও ফ্লোরাইডের সমস্যা মেটাতে রাজ্যকে আরও প্রায় ২৫০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিল কেন্দ্র।
এডিবি-র ঋণ প্রস্তাবে তিন দিন আগে অনুমোদন দিয়েছে অর্থমন্ত্রক। ওই টাকায় পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং উত্তর চব্বিশ পরগনায় পানীয় জল প্রকল্পের রূপায়ণ করবে রাজ্য সরকার। মূল লক্ষ্য, নদী ও জলাশয়ের জল পরিশোধিত করে বাড়ি বাড়ি Wসরবরাহ করা। যাতে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমে এবং জেলার মানুষও আর্সেনিক বা ফ্লোরাইড মুক্ত জল খেতে পান।
পানীয় জলে দূষণ সমস্যা শুধু এই তিন জেলায় সীমিত নয়। দক্ষিণ চব্বিশ পরগনা, মালদহ, মুর্শিদাবাদে এহেন সঙ্কট তীব্র। অথচ কেন্দ্র ঠিক করেছে, ২০১৯-এর মধ্যে দূষণ পানীয় মুক্ত জল দেশের সর্বত্র সরবরাহের ব্যবস্থা করা হবে। তাই জলে দূষণ থেকে গোটা বাংলাকে সুরাহা দিতে আরও ২৫০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
ঘটনাচক্রে কেন্দ্র এমন সময়ে এই অনুমোদন দিয়েছে যখন দিল্লির বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি জানাজানি হতে তাই বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ বলেন,‘‘মোদী-মমতার ফারাক এখানেই। প্রধানমন্ত্রী উন্নয়নের প্রশ্নে রাজনীতি করেন না।’’ তৃণমূলের পাল্টা মত- ভিক্ষে নয়, বাংলাকে হকের টাকা দিচ্ছে কেন্দ্র। তবে সূত্রের মতে, এ ক্ষেত্রে রাজনীতির যোগ নেই।
বরং ঘটনা হল, কেন্দ্রীয় পানীয় জল সরবরাহ দফতরের সচিব পরমেশ্বরন আইয়ার পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজে সন্তুষ্ট। একই ভাবে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ভূমিকায় খুশি এডিবি-ও। দুই তরফের সুষ্ঠু তালমিলেই অনুমোদনের প্রক্রিয়া গতি পেয়েছে!