—প্রতীকী ছবি।
নিয়োগ দুর্নীতির অন্য মামলায় জেলে থাকা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা এবং সুব্রত সামন্ত রায়কে নবম ও দশম শ্রেণির মামলায় জেরা করতে চেয়ে বুধবার আদালতে আবেদন করল সিবিআই। আদালত সূত্রের খবর, ওই আবেদন মঞ্জুরও করেছেন বিচারক। আজ, বৃহস্পতিবার ওই তিন জনকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক।
নিয়োগ দুর্নীতির নবম ও দশম শ্রেণির মামলায় মুর্শিদাবাদের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-সহ সাতজনকে এ দিন ৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখারও নির্দেশ দিলেন আলিপুর সিবিআই বিশেষ আদালতে বিচারক। উচ্চ আদালতে জীবনকৃষ্ণের জামিনের আবেদন করা হয়েছে। এ দিন তাই তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেননি।
এ দিন আদালত থেকে বেরোনোর পথে জীবনকৃষ্ণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘দেখবেন, আমরাও খুব শীঘ্রই জামিন পেয়ে যাব।’’ প্রসন্নর জামিন মঞ্জুরের প্রসঙ্গে জীবনকৃষ্ণ বলেন, ‘‘সত্যের জয় হয়েছে। আমাদের জামিনও মঞ্জুর হবে।’’ এই মামলায় ধৃত মিডলম্যান প্রদীপ সিংহের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, ‘‘মিডলম্যান প্রসন্ন রায়ের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তদন্তের কোনও অগ্রগতি নেই। প্রদীপেরও জামিন মঞ্জুর করা হোক।’’ সিবিআইয়ের আইনজীবীর দাবি, তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সম্প্রতি কয়েকজনের বয়ান লিপিবদ্ধ করা হয়েছে।