বেতাইয়ের ডক্টর বি.আর.আম্বেদকর কলেজে সিবিআইয়ের তল্লাশি শেষে বেরিয়ে আসছেন তাপস সাহা।
সবশেষে সকাল সওয়া ৬টা নাগাদ তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআইয়ের আধিকারিকরা।
তাপস সাহার বাড়ির পুকুর পাড়ে তল্লাশি সিবিআইয়ের। শুক্রবার যেখানে কিছু নথি পোড়ানোর অভিযোগ উঠেছিল সেই ঘটনাস্থল খতিয়ে দেখে সিবিআই। পোড়া নথির বেশ কিছু নমুনা সংগ্রহ করে সিবিআই।
ভোর ৫টা থেকে ফের তাপসকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। তাঁর বিধানসভা এলাকার দুই ঘনিষ্ঠ মিঠু শাহ ও মলয় বিশ্বাসের ব্যাপারে তাপসকে একাধিক প্রশ্ন করা হয় বলে সিবিআই সূত্রে জানা গেছে।
কলেজে তল্লাশি শেষে ফের বাড়িতে নিয়ে আসা হয়েছে তাপসকে। সেখানেই রাত্রিকালীন আহার সারছেন তাপস ও সিবিআইয়ের ১২ জন আধিকারিক। সিবিআই সূত্রের খবর, রাতের খাওয়া শেষে ফের শুরু করা হবে জিজ্ঞাসাবাদ।
বেতাইয়ের ডক্টর বি.আর.আম্বেদকর কলেজে তল্লাশি শেষে ১১:১৬ মিনিট নাগাদ ফের তাপসকে নিয়ে আসা হয় তাঁর বাড়িতে। বাড়ি পৌঁছে তাপস জানান, “কলেজে কোন কিছু আপত্তিকর পায়নি তদন্তকারীরা। সে বিষয়ে আমাকে একটি লিখিত ক্লিনচিট দিয়েছেন তাঁরা।”
কলেজের তল্লাশি শেষে বেরিয়ে তাপস সাহা জানালেন, “এখন অবধি আমার কাছে কিছু পায়নি সিবিআই। আমি অসুস্থ রোগী আগে আমাকে দুটো খেতে দাও।”
শুক্রবার রাত ৮:১৯ মিনিট নাগাদ বেতাইয়ের ডক্টর বি.আর.আম্বেদকর কলেজে তল্লাশি চালাতে যায় সিবিআই। সঙ্গে তাপস সাহা। কলেজের কোষাধক্ষ্য সহ মোট চার জন কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিএই। তল্লাশি চালানো হয়েছে ছাত্র সংসদের ঘরে। একাধিক জায়গায় নথির খোঁজ করলেও তল্লাশি শেষে খালি হাতে ফিরতে হয়েছে তদন্তকারী সংস্থাকে, দাবি কলেজ কর্তৃপক্ষের।
রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৮টি নথি উদ্ধার করল সিবিআই। তাপসের বাড়িতে তল্লাশি অভিযানের সময় সিবিআইয়ের আধিকারিকরাও বেশ কিছু নথি নিয়ে গিয়েছিলেন। সেই নথির সঙ্গে ওই ৬৮টি নথি মিলিয়ে দেখছেন তদন্তকারীরা।
শুক্রবার বিকেল ৩টে ৩৫ মিনিটে নদিয়ার তেহট্টে তাপসের বাড়িতে হানা দিয়েছে সিবিআই দল। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিধায়কের বাড়িতে যায় সিবিআই। বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়ে প্রথমে ঢোকেন তদন্তকারীরা। সেখানে সেই সময় ছিলেন তাপস। এর পর তাপসকে নিয়ে তাঁর বাড়ির মধ্যে যান তদন্তকারীরা। বিধায়কের বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়।