—প্রতিনিধিত্বমূলক ছবি।
নিয়োগ তদন্তে আবারও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচীকে তলব করল সিবিআই। সোমবার তাঁকে কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে। রত্নার সঙ্গে ডেকে পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে উত্তরপত্র বা ওএমআর শিট মূল্যায়নের দায়িত্বে থাকা সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির এক কর্মীকেও তলব করা হয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রে খবর, তদন্তে নেমে বেশ কিছু নতুন তথ্য হাতে পেয়েছে তারা। সেগুলি যাচাই করতে নথিপত্র সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের ডেকে পাঠানো হয়েছে।
মানিক ভট্টাচার্য যখন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে ছিলেন, সেই সময় সচিব পদে কর্মরত ছিলেন রত্না। এর আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন রত্না। সেই সময় তাঁকে এক প্রস্ত জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। ইডিও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। পরে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন মানিক।
অন্য দিকে, সিবিআইয়ের তরফে দাবি করা হয়, এস বসু রায় অ্যান্ড কোম্পানি অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আগেই এই সংস্থার দুই কর্তা কৌশিক এবং পার্থকে গ্রেফতার করে সিবিআই।