তদন্ত শুরু করেছে সিবিআই। ছবি টুইটার
মূল অভিযুক্ত ব্রজ গায়ালির বন্ধ ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকল সিবিআই। ঘর থেকে উদ্ধার হল একটি বিছানার চাদর। তদন্তকারীদের অনুমান ঘটনার দিন ব্যবহৃত হয়েছিল এই চাদর ।
হাঁসখালি নির্যাতিতার বাড়িতে পৌঁছল সিবিআইয়ের বিশেষ ফরেনসিক দল এবং নির্যাতিতার বাড়িতে পৌঁছেছে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল দেখা করে পরিবারের সঙ্গে।
হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে ধৃত দু’জনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। বুধবার রাত ১২টায় সিবিআই হাঁসখালি থানায় যায়। তারও অভিযুক্তদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে সিবিআই সূত্রে খবর।
হাঁসখালিতে পৌঁছলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন।
বৃহস্পতিবার হাঁসখালিতে যাবে বিজেপি-র ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ দল। প্রতিনিধিদের দলের নেতৃত্বে থাকছেন ভারতী ঘোষ। দুপুর ৩টে নাগাদ গ্রামে যাবেন তাঁরা। গ্রামে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবে।
সকাল সাড়ে এগারোটা নাগাদ নির্যাতিতার বাড়িতে যাবে সিবিআইয়ের বিশেষ দল। তদন্তকারী দলের প্রতিনিধিরা কথা বলবেন তার পরিবারের সঙ্গে। দুপুর আড়াইটা নাগাদ তাঁরা যেতে পারেন ঘটনাস্থলে।
তদন্তভার হাতে নিয়ে বুধবার মধ্যরাতে হাঁসখালি থানায় পৌঁছে যায় সিবিআইয়ের চার সদস্যের বিশেষ প্রতিনিধি দল। তাঁরা প্রায় ৪ ঘণ্টা কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। সূত্রের খবর, বৃহস্পতিবার নির্যাতিতার বাডি়তেও যাবে ওই প্রতিনিধি দল।